বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ শারদীয় দুর্গোৎসবের আমেজে ভাসছে আলমডাঙ্গা রথতলা পূজা মণ্ডপ। চারপাশজুড়ে আলোর ঝলকানি, ঢাক-ঢোলের তাল আর ভক্তদের ভিড়ে উৎসবমুখর পরিবেশে বুধবার সন্ধ্যায় মণ্ডপে আসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।প্রবেশের সঙ্গে সঙ্গেই আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপের চারপাশ ঘুরে দেখেন।পরিদর্শনকালে শরীফুজ্জামান শরীফ বলেন,“বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করে আসছে। পূজা কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। ধর্মীয় সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের গর্ব।”তিনি আরও সময় কাটান পূজামণ্ডপে আগত সাধারণ মানুষ ও দর্শনার্থীদের সঙ্গে। তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাসাস সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অন্যদিকে, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শ্রী বিদ্যুৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক শ্রী অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক বাপ্পি সাহা, যুগ্ম সম্পাদক শ্রী পলাশ, মদন সাহা, কোষাধ্যক্ষ অপূর্ব সাহা, সদস্য প্রান্ত অধিকারীসহ আরও অনেকে।মণ্ডপ প্রাঙ্গণে ছিলেন স্থানীয় তরুণ-যুবক ও পূজার ভক্তবৃন্দ— পঞ্চানন অধিকারী, মৃত্যুঞ্জয়, সম্ভু, সুমন, বাঁধন, পিকু, প্রসেনজিৎ, উদয়, ঋত্বিক, উৎস, বিক্রম, প্রান্ত, শুভ ও সাগর।
নিরাপত্তা নিশ্চিতে ছিলেন পুলিশ সদস্য মোঃ ইদ্রিস আলী, মোসাঃ মমতাজ পারভীন, আনসার বাহিনীর পিসি মোঃ মজিবর রহমান, লালটু রহমান, সদস্য মোঃ ইশতিয়াক আহমেদ, শিপন, হিরোউদ্দিন ও বিপ্লব।
রথতলা পূজা মণ্ডপের বাতাসে ছিল উৎসবের উচ্ছ্বাস আর ধর্মীয় সম্প্রীতির অনন্য বার্তা। রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয়। শরীফুজ্জামান শরীফের এই সফর স্থানীয়দের মনে শুধু আনন্দই নয়, ঐক্য ও সম্প্রীতির বার্তাও জাগিয়ে তুলেছে।
Leave a Reply