1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:50 am

শ্রমবাজারে বাড়ছে হতাশা

  • প্রকাশিত সময় Monday, September 29, 2025
  • 88 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ প্রতি তিনজন বিশ্ববিদ্যালয় স্নাতকের একজন দুই বছর পর্যন্ত বেকার এবং সাতজনের মধ্যে একজন এক থেকে দুই বছর পর্যন্ত বেকার ছিলেন। এছাড়া, প্রতি ছয়জন স্নাতকের একজন দুই বছরেরও বেশি সময় ধরে বেকার ছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য পাওয়া গেছে। সরকারি সংস্থাটি চলতি মাসে প্রতিবেদনটি প্রকাশ করেছে। বিশেষজ্ঞরা স্নাতকদের এক-তৃতীয়াংশের বেকারত্বকে গুরুতর উদ্বেগের বিষয় হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, দীর্ঘমেয়াদি বেকারত্ব তরুণদের ক্যারিয়ারে একধরনের ‘স্থায়ী ক্ষত’ তৈরি করতে পারে। যারা এক থেকে দুই বছর দেরিতে চাকরি শুরু করেন, তারা পুরো ক্যারিয়ারেই পিছিয়ে পড়েন। মূলত, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট নানা ধরনের সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। রাজনৈতিক অস্থিরতা, বিদেশি বিনিয়োগের ঘাটতি, উৎপাদন খাতে স্থবিরতা এবং বৈদেশিক মুদ্রার সংকট- সব মিলিয়ে অর্থনীতির এক ভয়াবহ দুর্দশা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে শ্রমবাজারে। কর্মসংস্থানের অভাব দিন দিন তীব্র হয়ে উঠছে, বিশেষত তরুণ প্রজন্মের জন্য। যারা দেশের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা, তারাই আজ হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়ে অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ছে। অর্থাৎ দেশের শিক্ষিত লোক বাড়ছে, সঙ্গে বাড়ছে বেকারের সংখ্যা। শিক্ষিত লোকদের মধ্যেই বরং বেকারের সংখ্যা বেশি। ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেও বেকার থাকছেন অনেকে। বিএ ও এমএ পাশ করেও বেকার বসে আছেন অনেকে। অথচ বিশ্বে এমন অনেক দেশ রয়েছে তারা কাজ করানোর লোক পায় না, বিদেশ থেকে শ্রমিক আনতে হচ্ছে তাদের। অর্থনীতিবিদরা বলছেন, দেশের সংস্কার আলোচনায় রাজনৈতিক সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক সংস্কারকে প্রাধান্য দেয়া জরুরি। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক শ্রমশক্তি জরিপ-২০২৪ এর চূড়ান্ত প্রতিবেদনের তথ্যে দেখা গেছে, বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার। এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ৮ লাখ ৮৫ হাজার। ২০১৭সালে এ সংখ্যা ছিল প্রায় ৪ লাখ। অর্থাৎ আট বছরে শিক্ষিত বেকারের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি তিনজন বেকারের একজন স্নাতক ডিগ্রিধারী। বিশেষ করে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারের হার সবচেয়ে বেশি। দুই বছরের বেশি সময় ধরে বেকার থাকা তরুণদের মধ্যে স্নাতক ডিগ্রিধারীর হার ১৭ শতাংশেরও বেশি, যা অন্য ডিগ্রিধারীদের তুলনায় অনেক বেশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, শিক্ষিত বেকারত্ব অর্থনীতিতে সমষ্টিগত চাহিদার হ্রাস ঘটায়! কারণ এরা শ্রমবাজারে প্রবেশ না করতে পারায় ভোগ ও বিনিয়োগ ব্যয় কমে যায়। পাশাপাশি কর দেয়ার পরিধি সীমিত থাকায় রাজস্ব সংগ্রহও সংকুচিত হয় এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় বেড়ে বার্ষিক ঘাটতি বাড়ায়। জরিপে আরো বলা হয়েছে, দেশে প্রায় এক কোটি মানুষ তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না। বিবিএসের সংজ্ঞা অনুযায়ী- সপ্তাহে অন্তত এক ঘণ্টা কাজ করলে কর্মে নিয়োজিত ধরা হলেও, বাস্তবতায় এটি জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট নয়। ফলে দেশে ‘ছদ্ম বেকারত্ব’ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। পৃথিবীর উন্নত কিছু দেশেও বেকারত্ব রয়েছে, তবে তা অবশ্যই সহনীয় পর্যায়ে। কিন্তু বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ বেকার। ফলে কাগজে কলমে দারিদ্র্যহার কম দেখানো হলেও কোটি কোটি মানুষ বাস করছে দারিদ্র্যসীমার নিচে। যদিও সরকারের পক্ষ থেকে যে জরিপ করা হয়; তাতে প্রকৃত চিত্র উঠে আসছে না। বিশেষজ্ঞদের মতে, প্রায় ৫৪ বছর আগে দেশ স্বাধীন হলেও কর্মমুখী শিক্ষা ও প্রয়োজনীয় কর্মসংস্থান না থাকায় বেকারত্ব বেড়েই চলছে। কাঙ্ক্ষিত কর্মসংস্থান দূরে থাক, জীবন চালিয়ে নেয়ার মতো কর্মসংস্থান না হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা যুবকরাই আত্মহত্যার মতো অভিশাপের পথ বেছে নেয়ার কাণ্ডও ঘটাচ্ছেন। বিশ্বের সর্বোন্নত ৩৮ দেশের সংগঠন ওইসিডির বিশ্লেষণে দেখা গেছে, উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থানে ১ শতাংশ বৃদ্ধি জাতীয় উৎপাদনকে গড়ে দশমিক ৩ থেকে দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে সক্ষম। বিপরীতে দীর্ঘমেয়াদি বেকারত্ব উৎপাদনশীলতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। উচ্চ বেকারত্ব চক্রাকার আরো অনেক নেতিবাচক প্রভাব তৈরি করে। অর্থাৎ দীর্ঘসময় বেকার থাকা ব্যক্তি পরে শ্রমবাজারে ফিরে এলেও কম উৎপাদনশীল হয়ে ওঠেন, যা ভবিষ্যতের সম্ভাব্য আউটপুট ও প্রবৃদ্ধিকে ক্ষীণ করে করে দেয়। এ অর্থে শিক্ষিতদের তীব্র বেকারত্ব কেবল একটি গভীর কাঠামোগত অর্থনৈতিক ঝুঁকি, যা বিনিয়োগের রিটার্ন হ্রাস, উৎপাদনশীলতা ও কর রাজস্বের ক্ষয়, সামষ্টিক চাহিদা সংকোচন এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নষ্ট করে পুরো অর্থনৈতিক স্থিতিশীলতা কাঠামোকে দুর্বল করে তোলে। এসব কারণে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্ক করছে- তরুণ শিক্ষিত জনগোষ্ঠীকে শ্রমবাজারে দ্রুত অন্তর্ভুক্ত না করতে পারলে অনেক উন্নয়নশীল দেশ তথাকথিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বঞ্চিত হয়ে ডেমোগ্রাফিক বার্ডেন-এ পতিত হবে। যার আর্থসামাজিক পরিণতি নিঃসন্দেহে ভয়াবহ হতে পারে। স্নাতকদের বেকারত্ব প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এটা আমাদের অর্থনীতির কঠিন বাস্তবতাকেই তুলে ধরে। তিনি বলেন, আমাদের অর্থনীতিতে কর্মসংস্থান তৈরির জন্য পর্যাপ্ত বিনিয়োগ নেই। কর্মসংস্থানের সুযোগ মূলত বেসরকারি খাতের বিনিয়োগের মাধ্যমে তৈরি হয়। কিন্তু প্রায় এক দশক ধরে এটা স্থবির হয়ে আছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিনিয়োগ আরো কমেছে এবং অধিকাংশ বেসরকারি বিনিয়োগ বিদেশি। এর ফলে কর্মসংস্থানের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্নকারীদের মধ্যে অধিকাংশই এসব শূন্যপদ পূরণ করতে পারেন না। কারণ, তাদের যোগ্যতা, দক্ষতা ও মান বাজারের চাহিদা পূরণ করে না। বাজারের চাহিদা ও স্নাতকদের দক্ষতার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। অনেকের সার্টিফিকেট আছে, কিন্তু মানসম্পন্ন শিক্ষা বা বাজারের চাহিদাভিত্তিক কোর্স নেই। এ দক্ষতার অমিলের কারণে বিদ্যমান স্বল্প কর্মসংস্থানের সুযোগও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন। তিনি বলেন, আগে বেশি কিছু পদে চাকরির জন্য বিদেশ থেকে কর্মী আনতে হতো। সীমিত বিনিয়োগ ও নিম্ন দক্ষতার যৌথ কারণে উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্ব বেড়েছে। তিনি বলেন, শিক্ষার স্তর যত বাড়বে, দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা তত কমবে। এইচএসসি বা এসএসসি পাসরা সাধারণত দ্রুত চাকরি খুঁজে পান। আর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা চাকরির জন্য দীর্ঘসময় অপেক্ষায় থাকেন।
বেকারত্ব ও অপরাধপ্রবণতার সম্পর্ক: বিশেষজ্ঞরা মনে করেন, যখন শিক্ষিত তরুণ দীর্ঘদিন বেকার থেকে যায়, তখন হতাশা থেকে তারা সহজে মাদকের সঙ্গে যুক্ত হয়, সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ে বা সাইবার অপরাধে অংশ নেয়। কথায় আছে ‘ক্ষুধার নখে ভয়’ অর্থাৎ যখন একজন মানুষ খুব ক্ষুধার্ত বা জীবনধারায় বাধাগ্রস্ত হয়, তখন তার কাছে আইন ও নৈতিকতার মূল্য কম মনে হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর টম্বর সময়ের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে উঠে আসে বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২৬ লাখ ৬০ হাজার। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, বেকার মূলত তারাই, যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং এক মাস ধরে কাজ খুঁজেছেন, কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি। বিবিএস এই নিয়ম অনুসারেই অন বেন বেকারের হিসাব দিয়ে থাকে। এছাড়া, বিবিএসের তথ্য অনুযায়ী পুরুষ ও নারী উভয় ক্ষেত্রেই বেকারত্ব বাড়ছে তবে পুরুষদের হার নারীদের তুলনায় কিছুটা বেশি। বাংলাদেশে বিশালসংখ্যক নিষ্ক্রিয় তরুণ-তরুণী আছেন। তাদের বয়স ১৫ থেকে ২৯ বছর। এই শ্রেণির বেকারদের মূলত ‘ছদ্মবেকার’ বলা হয় যাদের সংখ্যা প্রায় এক কোটি পৌঁছেছে, যারা কাজ করছে না, পড়াশোনা করছে না এবং প্রশিক্ষণও নিচ্ছে না। আর বেকারত্বের অভিশাপে এ বড় জনগোষ্ঠীর মানুষরা সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অনলাইন প্রতারণার মতো অপরাধ বেড়ে যাওয়ার পেছনে বেকারত্ব একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সংঘটিত মাদকসংক্রান্ত অপরাধের ঘটনায় আটকদের ৭২ শতাংশ ছিল ২০-৩৫ বছর বয়সী। অর্থাৎ কর্মসংস্থানের অভাব তরুণ-তরুণীদের অপরাধের দিকে ঠেলে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640