দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি তুচ্ছ ঘটনায় স্থানীয় বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ অন্তত ১২ জন আহত হয়েছে। এসময় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যার পূর্বে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রবিউল ইসলামের নাতিছেলে মুন্না (১৫) এবং গণির নাতিছেলে মানিক (১৬) এর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া বিবাদ হয়। এ ঘটনার জের ধরে রবিবার বিকেলে রবিউল পক্ষ ও গনি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২জন আহ হয়। আহতদের মধ্যে রবিউল পক্ষের রয়েছেন বজলু সরদার (৫০), রেজাউল সরদার (৬৫), সুমন সরদার (৪৬), হেলাল সরদার (২০) ও সুন্দরী খাতুন (৬০) এবং গনি পক্ষের আব্দুল মজিদ বাহার (৫০), সুমন হোসেন (২৯), মনিরুল ইসলাম (৪০), আলম হোসেন লিংকন (২২), কাজল (২৭) ও বাদশা (২৭)। এরা হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে বজলু সরদারের অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। সংঘর্ষের পর রাতে ঝাউদিয়া বাজারে বিএনপির স্থানীয় দলীয় অফিস ভাঙচুর করা হয়েছে। তবে কারা এ বিএনপি অফিস ভেঙ্গেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি। সংঘর্ষের ঘটনায় রবিউল ইসলাম জানান, আমার নাতির সঙ্গে গনি নাতির স্কুলে ঝগড়া হয়েছিল। পরে থানায় তা মিমাংসার কথা ছিল, কিন্তু হঠাৎ তাদের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে ৫জনকে গুরুতর আহত করেছে। এর মধ্যে বজলু সরদারের মাথায় ২৫টি সেলাই দেওয়া লেগেছে, তার অবস্থা আশঙ্কাজন। অপরদিকে গনি তার নাতির স্কুলের ঝগড়ার কথা স্বীকার করে বলেন, গতকাল তারা আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে আমাদের ৭ জনকে আহত করেছে। এখন তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি।সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১২ জন আহত হয়েছে বলে প্রথমিকভাবে জানা গেছে। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে বিএনপির দলীয় অফিস ভাঙচুরের বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।
Leave a Reply