মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর বাজারের প্রাণকেন্দ্রে বাংলাদেশ রেলওয়ের জায়গা দখল করে সুজিতা ভিলা নামের আলিশান বাড়ী এবং দুই তলা বিশিষ্ট বিউটি সুপার মার্কেট করে প্রায় ৭০/৮০ টি দোকান বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা আয় হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।রেলওয়ের কোন প্রকার অনুমতি বা লাইসেন্স না করেই উক্ত অবৈধ স্থাপনার মালিক হচ্ছেন প্রয়াত মেজবাউল হক খান হুমা চৌধুরীর ছেলে জিয়ানুল হক খান বাবলু চৌধুরী। প্রায় তিন যুগের অধিক সময়ে ধরে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষকে মাসোয়ারা দিয়ে অবৈধ সম্পত্তি দখলদার বাবলু চৌধুরী এ অপকর্ম চালিয়ে শত কোটি টাকার মালিকবনে যান।খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি জায়গা দখল করে নির্মিত বিউটি সুপার মার্কেটের দোকানদারদের কাছ থেকে কয়েক কোটি টাকা সিকিউরিটি মানি নেন এবং প্রতিমাসে ওইসব ভাড়াটিয়া দোকানদারদের কাছ থেকে ভাড়া বাবদ কয়েক লক্ষ টাকা মাসিক আয় করেন। জিরো থেকে হিরো বনে যাওয়ার নেপথ্যের এ রাস্তা ধরেই চলতি বছরের প্রথম দিকে ওই মার্কেটের পাশেই তার সামান্য মালিকানা সম্পত্তি কে পুঁজি করে সড়ক ও জনপথের জায়গা দখল করে এইচসি শপিং কমপ্লেক্স নামে আরেকটি বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু করেন, যার কোন অনুমতি মিরপুর পৌরসভা দেয়নি। এ ঘটনায় বিভিন্ন প্রিন্ট, অনলাইন পোর্টাল ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। যার ফলে সড?ক ও জনপথ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে জায়গাটি মাপ দেওয়া হয়। অভিযোগের সত্যতা মেলায় গত ২৪ সেপ্টেম্বর মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক নাজমুল ইসলাম ভবনের নির্মাণ কাজটি বন্ধ করে দেন। এরপরই আওয়ামীলীগের সমর্থিত সুবিধাবাদী বাবলু চৌধুরী ভবনের কাজটি শুরু করার জন্য স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে ধর্না ধরেন।নাম প্রকাশ না করার শর্তে, মিরপুর বাজারের একাধিক ব্যবসায়ী এ প্রতিবেদক কে জানান, আমরা বাংলাদেশ রেলওয়ে জায়গার স্কয়ার ফুটের সরকারি নির্ধারিত টাকা পরিশোধ করে বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছি। অথচ বাংলাদেশ রেলওয়ের কয়েক হাজার ফুট জায়গা অবৈধভাবে কোন প্রকার লাইসেন্স না করে ক্ষমতার জোরে বাড?ি ও মার্কেট নির্মাণ করে কোটি কোটি টাকা আয় করে যাচ্ছেন। একটা দায?িত্বশীল সূত্র দাবি করে বলেছেন, বাবলু চৌধুরী ও তার প্রয়াত পিতা হুমা চৌধুরী তিন যুগ আগে জিরো অবস্থা থেকে সরকারি জায়গা দখল ও সরকারকে কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিয়ে আজ শত কোটি টাকার মালিক হয়েছে। যা তার ও পরিবারের লোকজনের ব্যাংক একাউন্ট এবং সম্পদের হিসেব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনডিআর ও দুদক খোঁজ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। অন্যদিকে রেলওয়ের অবৈধ দখলদার বাবলু চৌধুরীর বিউটি সুপার মার্কেট ও সুজিতা ভিলা উচ্ছেদ করে বৈধভাবে ইজারা দিলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হবে।তথ্যানুসন্ধানে আরো জানা গেছে, গত ২০২৩ সালের মাঝামাঝিতে শুরু হওয়া মিরপুর বাজারের প্রধান জিকে খালের উপরে নির্মাণাধীন বাইশ কোটি টাকা ব্যয়ে প্রশস্ত ব্রিজের অ্যাপ্রোচ রোডের জায়গা দখল করে বাবলু চৌধুরীর নির্মাণাধীন বহুতল ভবন রক্ষা করে ব্রিজের পূর্ব পাশে রেলওয়ে বৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয় তাহলে বাজারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এসব ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহী’র মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ এর সাথে আলাপ করলে তিনি বলেন, রেলওয়ে জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট ও স্থাপনা তৈরি করা রীতিমতো আইনের পরিপন্থী কাজ। যদি অবৈধভাবে কোন স্থাপনা করে থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে এ প্রতিবেদককে তিনি আরো বলেন যারা লাইসেন্স হোল্ডার তারা সরকারকে ট্যাক্স দিচ্ছে আর কেউ যদি লাইসেন্স হোল্ডার না হয়ে মার্কেট করে অবৈধ পন্থায় অর্থ আয় করে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বাংলাদেশ রেলওয়ের পাকশী অফিসকে বলে দিচ্ছি। অন্যদিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হওয়া ও জনস্বার্থে বিষয়টি সারজমিনে গিয়ে দেখা যায় সড?ক ও জনপদের জায়গা দখল করে এইচসি শপিং কমপ্লেক্স ভবনটি তৈরি হচ্ছে পাশাপাশি পৌরসভার নকশা অনুমোদন ব্যতিরেখেই ভবনটির কাজ হচ্ছে যার ফলে গত সপ্তাহে আমরা পৌরসভায় নকশা অনুমোদনের জন্য বুয়েটের জনৈক প্রকৌশলীর উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়, এবং এতে ভবনটির ১৩টি ত্রুটি ধরা পড়ে যার ফলে ভবন মালিক বাবলু চৌধুরীকে গত ২৪ সেপ্টেম্বর ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়। অপর এক প্রশ্নে ইউএনও নাজমুল ইসলাম বলেন, রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে যদি মার্কেট করে থাকেন সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ কোন সহযোগিতা চাইলে আমি সেটি করব।এ ব্যাপারে জিয়ানুল হক খান বাবলু চৌধুরীর সাথে আলাপ হলে তিনি জানান, মিরপুর বাজারের অধিকাংশ জায়গায়ই রেলওয়ে ও পানি উন্নয়ন বোর্ডের যা বিভিন্ন জন দখল করে ব্যবসা করে যাচ্ছেন। সে সব ব্যবসায়ীদের তো বৈধ লাইসেন্স রয়েছে কিন্তু আপনার তো কোন বৈধ কাগজপত্র নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন লাইসেন্স থাকতে পারে, তবে সেখানে পাকা বা আধাপাকা স্থাপনা করার কোন অনুমতি নেই। সেগুলো তারা কিভাবে করছে? একদিকে সরকারি জায়গা দখল করে প্রচুর বিত্ত বৈভবের মালিক, সরকারের ট্যাক্স ফাঁকি এবং জনগণের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা করায় এলাকার সাধারণ মানুষ ও বাজারের ক্ষুদে ব্যবসায়ীরা বাবলু চৌধুরীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এতে ঘটতে পারে কোন অনভিপ্রেত ঘটনা।
Leave a Reply