বিপুল পরিমাণ নগদ অর্থ ও দেশীয় মদ জব্দ
ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৮ জুয়াড়ি কে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ লক্ষ ৬’শ ৯১ টাকা, ৪টি মোটরসাইকেল এবং দেশীয় মদ’র বোতল। গতকাল শনিবার রাত ১১টার সময় শুরু হওয়া অভিযান চলে প্রায় ৫ ঘন্টাব্যাপী। আটকৃকত ১৭ জুয়াড়ি কে ১ মাস করে এবং ১ জুয়াড়ি কে ৩ মাস কারাদন্ড দেওয়া হয়। শহরের দক্ষিন রেলগেটস্থ শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘর থেকে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করে আভিযানিক দল। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন এবং কুষ্টিয়া ব্যাটালিয়ান (৪৭ বিজিবি)’র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কোয়াটার মাষ্টার জাকিরুল ইসলাম। আটককৃতরা হলো, ভেড়ামারার পৌর চাঁদগ্রামের সিরাজুল ইসলাম’র পুত্র মিজানুর রহমান শাহিন (৫২), দৌলতপুর জয়ভোগা গ্রামে আমজাদ হোসেন’র পুত্র মোঃ রাজন (৩১), মৃত তৈজদ্দিন হক’র পুত্র মোঃ কিরন (৩১), ভেড়ামারার চন্ডিপুর গ্রামের মীর এনামুল হক’র পুত্র মোঃ বিপুল (৩৮), নওদাপাড়া গ্রামের মোঃ সাবান আলী’র পুত্র মোঃ নাহেদ হাসান, সাতবাড়ীয়া গ্রামের মৃত রাফেজ উদ্দিন’র পুত্র মোঃ রাজা (৫২), কাচারীপাড়া গ্রামের মোঃ মোজাহার’র পুত্র মোঃ বাবু হোসেন (৩৮),কল্যানপুর এলাকার মৃত ছৈয়াদ আলী’র পুত্র আসাদুজ্জামান (৪৫), রেফেজ উদ্দিন’র পুত্র মোঃ ছোটন (২১), শহিদুল ইসলাম’র পুত্র আশরাফুল ইসলাম (৩৫), আল¬ারদর্গা গ্রামের আবু বক্কর’র পুত্র মোঃ টিপু সুলতান (২৮), মিরপুরের খাদেমপুর গ্রামের মৃতঃ ছলিমুদ্দিন’র পুত্র মোঃ বাস্তু (৫০), চুয়াডাঙ্গা ডিংগাদহ বাজার’র মৃত সৌকত’র পুত্র মোঃ জুয়েল রানা (৩৩), চুয়াডাঙ্গার খায়বার মন্ডল’র পুত্র মোঃ আলীহিম (৩৮), মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মৃত: আজিজুল হক’র পুত্র আসান বিশ্বাস (৫০), ঝিনাইদহ জেলার শৈলকুপা’র নলখোলা গ্রামের ছোবহান আলী’র পুত্র জিল¬ুর রহমান (৪২), শৈলকুপার ইকরাম শেখ’র পুত্র মোঃ রনি (৩৫)।
Leave a Reply