কাগজ প্রতিবেদক ॥ টান টান উত্তেজনা, উৎকন্ঠার মধ্যদিয়ে কুষ্টিয়ার ব্যবসায়ীদের মাতৃসংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে। নির্বাচনে মেহেরজান রেষ্টুরেন্টের মালিক ও বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ফুহাদ রেজা ফাহিম ১২৬৪ ভোট পেয়ে প্রথম এবং কাজল মাজমাদার কনষ্ট্রাকশনের প্রোপাইটর ও বিশিষ্ট ব্যবসায়ী আখতারুজ্জামান ওরফে কাজল মাজমাদার ১২৩০ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে বড় বাজারস্থ চেম্বার ভবনের তৃতীয় তলায় ৮টি বুথে এ ভোট গ্রহন অনুষ্টিত হয়। দিনভর চেম্বার ভবনের নিচে বড় বাজার এন, এস রোড জুড়ে প্রার্থী ও সমর্থকদের ছিল বিরামহীন ক্যাম্পেইন। প্রচন্ড ভ্যাপসা গরমের মধ্যেও নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল ৮টা বাজার পর পর স্থানীয় কিছু ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়ালেও বেলা বাড়ার সাথে সাথে জেলার ৬টি উপজেলার ভোটারদের আগমনে ভোট কেন্দ্র কানায় কানায় ভরে উঠে। বেলা ১২টা থেকে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে যায়। এবারের ভোটে কোন প্যানেল ছিল না। ছিল গ্র“প আর স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে ১২টি পদের অনুকলে প্রতিদ্বন্দীতা করেছেন ২১ জন। এ গ্র“পের ভোটারের সংখ্যা ১৮৯৯ জন। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, এবারের নির্বাচনে ১৫৬৪ ভোট পোল হয়েছে। অপরদিকে ট্রেড গ্র“প থেকে আগেই বিনাপ্রতিদ্বন্দীতায় ৮ জন নির্বাচিত হয়েছেন। এ গ্র“পের ভোটে তৃতীয় স্থান অধিকার করেছেন হাজী মেজবার রহমান। তিনি পেয়েছেন ১০৩৯ ভোট, চতুর্থ হয়েছেন মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ। তিনি পেয়েছেন ৯৬৫, পঞ্চম হয়েছেন জিহাদুজ্জামান। তিনি পেয়েছেন ৯৫৮ ভোট। এ ছাড়া ৬ষ্ট শাহাবুদ্দীন ৯১২ ভোট, সপ্তম হয়েছেন হাজী রবিউর রহমান। তিনি পেয়েছেন ৯৮১ ভোট, অষ্টম হয়েছেন প্রকৌশলী সাইফুল আলম মারুফ। তিনি পেয়েছেন ৮৯২ ভোট, নবম হয়েছেন শহরের বড় বাজারের বিশিষ্ট ব্যবাসায়ী শ্রী দুর্গা ট্রেডার্সের স্বত্বাধিকারী উত্তম সাহা। তিনি পেয়েছেন ৮৮২ ভোট, দশম হয়েছেন এস, এম আলমগীর হোসেন। তিনি পেয়েছেন ৮৭৪ ভোট, এগারতম হয়েছেন ইমরান হোসাইন। তিনি পেয়েছেন ৮৭৩ ভোট এবং বারতম হয়েছেন বড় বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী হামিদুর রহমান। তিনি পেয়েছেন ৮৬৫ ভোট। এ ছাড়া মাহবুবুর রহমান টিপু-৭৭৬, মোঃ শফিউদ্দিন-৮৫৯, মোঃ লিটন-উজ-জামান-৬৩৯, আল-আমিন রানা-৮০৩, মঞ্জুরুল হাসান-৮৬২. শহীদ মুসা মনজু-৬৬১, মোঃ মামুনুর রশিদ-৬৩৪, খন্দকার জিয়াদুল হক-৭১০ ও মোঃ মিজানুর রহমান-৫২৯ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্বপালন করেছেন কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ আইনজীবি এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন। তাকে সহযোগীতা করেছেন কুষ্টিয়া জজ কোর্টের একদল বিজ্ঞ আইনজীবি। বিকেল ৪টায় ভোট গ্রহন শেষে কিছুটা বিরতি দিয়ে শুরু হয় ভোট গণণা। অবশেষে রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। দিনব্যাপী ভোট গ্রহন অনুষ্ঠানের তদারকি করেছেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মোল্লাহ। সকল থেকে তিনি তার চেম্বারে সাধারণ ভোটার, প্রার্থী, গণমাধ্যম কর্মি, সুধীজনদের সাথে নিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেন। এবং ভোট কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃংলা বাহিনীর সহযোগীতা নিয়েছেন। তিনি জানান, আমরা চেম্বারের নির্বাচিত সকল সদস্যরা মনে করি, এ নির্বাচনটা কুষ্টিয়া চেম্বারের ভাবমুর্তিকে আরও উজ্জল ও সাফল্য মন্ডিত করবে। তাই কোন প্রকার বিশৃংলা সৃষ্টি যাতে না হয় সে জন্য সকলের সহযোগীতা চেয়েছি। এবং আমি আশা করছি নির্বাচনটি অবাধ ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি এস, এম শাকিল জালালসহ পরিষদের সকল সদস্যরা তাকে সহযোগীতা করেছেন।
Leave a Reply