এনএনবি : ইন্দোনেশিয়ায় পশ্চিম জাভার একটি স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে এ সপ্তাহে এক হাজারের বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতোর চালু করা কয়েকশ কোটি ডলারের ‘পুষ্টিকর খাবার কর্মসূচি’তে খাদ্য বিষক্রিয়ায় বিপুল সংখ্যক শিশু অসুস্থ হওয়ার এটিই সর্বসাম্প্রতিক ঘটনা। পশ্চিম জাভার ‘চিপংকর কমিউনিটি হেলথ সেন্টার’ এর প্রধান ইউইউন সারিহোতিমা বিবিসি ইন্দোনেশিয়াকে জানান, সোমবার থেকে বুধবারের মধ্যে মোট ১ হাজার ১৭১ জন শিক্ষার্থী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে আরও ৮০০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। প্রেসিডেন্ট প্রবোও ঘোষিত এই বিনামূল্যের খাদ্য কর্মসূচির লক্ষ্য ছিল ৮ কোটি শিক্ষার্থীকে দুপুরে পুষ্টিকর খাবার দেওয়া। কিন্তু বারবার গণ খাদ্যবিষক্রিয়ার ঘটনায় কয়েকটি বেসরকারি সংগঠন কর্মসূচি স্থগিতের দাবি তুলেছে। তবে কমিউনিটি এমপাওয়ারমেন্ট সমন্বয় মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার বুধবার বলেন, “এটি বন্ধের কোনও পরিকল্পনা নেই।” পশ্চিম জাভার স্কুলে অসুস্থ হয়ে পড়াদের অনেকেই পেটব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের মতো উপসর্গের কথা বলেছে। এর আগে বিনামূল্যের খাবার কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় রান্নায় গাফিলতি ও মেয়াদোত্তীর্ণ উপকরণকে দায়ী করা হয়েছিল।
এই সপ্তাহে শিক্ষার্থীদের দেওয়া খাবারের মধ্যে ছিল সয়াসস মুরগি, ভাজা টফু, সবজি ও ফল। তবে অতীতে মেয়াদোত্তীর্ণ সস ব্যবহার এবং একবার ভাজা হাঙরের মাংস খাওয়ানোর সঙ্গে খাদ্যে বিষক্রিয়ার যোগসূত্র পাওয়া গিয়েছিল। জাতীয় পুষ্টি সংস্থার প্রধান দাদান হিন্দায়ানা জানিয়েছেন, চিপংকরে গত সপ্তাহে খাদ্যে বিষক্রিয়া পুষ্টি সেবাদানকারী ইউনিটের (এসপিপিজি) ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে ঘটেছে। ফলে ওই এলাকায় এসপিপিজি’র কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় পুষ্টি সংস্থা। পশ্চিম বান্দুংয়ের রিজেন্ট জেজে রিচি ইসমাইল বলেন, চিপংকরের ঘটনাকে “বিশেষ পরিস্থিতি” ঘোষণা করা হয়েছে, যাতে দ্রুত ও পূর্ণাঙ্গ ব্যবস্থা নেওয়া যায়। বিপুল সংখ্যক আক্রান্ত: পশ্চিম জাভার চিপংকরে এ সপ্তাহে প্রথম খাদ্যে বিষক্রিয়ার সন্দেহজনক ঘটনা ঘটে সোমবার। অসুস্থ শিশুর সংখ্যা দ্রুতই বেড়ে দাঁড়ায় ৪৭৫ জনে। বুধবার ফের বিনামূল্যের দুপুরের খাবারের পর খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় অসুস্থ হয় আরও অন্তত ৫৮০ শিক্ষার্থী। জাতীয় নারকোটিক্স এজেন্সির (বিজিএন) হিসাবে এ বছর জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যের স্কুল খাবার খেয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে ৪ হাজার ৭১১ টি । জাভা স্কুলে এ সপ্তাহে খাদ্যে বিষক্রিয়ার আগে ঘটা ওইসব ঘটনায় ইন্দোনেশিয়া এডুকেশন মনিটরিং নেটওয়ার্কের (জেপিপিআই) হিসাবে, দেশজুড়ে অসুস্থ হয়েছে অন্তত ৬ হাজার ৪৫২ জন। জেপিপিআই-এর সমন্বয়ক উবায়দ মাত্রাজি বলেন, “এটি অস্বাভাবিক পরিস্থিতি। সরকারের উচিত এ কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রেখে পূর্ণাঙ্গ মূল্যায়ন করা।” বিতর্কিত কর্মসূচি: বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবারের কর্মসূচি স্বাস্থ্য, পড়াশোনা ও উপস্থিতি বাড়াতে কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু ইন্দোনেশিয়ার ২,৮০০ কোটি ডলারের কর্মসূচিÑ যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বলে ধরা হয়Ñ খাদ্য নিরাপত্তা নিয়ে আশঙ্কা ও সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট প্রবোও নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন শিশুদের অপুষ্টিজনিত সমস্যা সামাল দিতে, যে সমস্যায় ভুগছে ইন্দোনেশিয়ায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় পাঁচভাগের একভাগ। ক্ষমতায় এসে তিনি নতুন বাড়ি ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা দেওয়ার মতো অন্যান্য জনমুখী নীতির পাশাপাশি এ কর্মসূচিও চালু করেন। এ বছরের বাজেটে কর্মসূচির জন্য বরাদ্দ হয়েছে ১০০০ কোটি ডলারের বেশি। সে তুলনায়, ভারত ১২০ মিলিয়ন শিশুর জন্য বছরে খরচ করে ১৫০ কোটি ডলার এবং ব্রাজিল খরচ করে প্রায় একই অঙ্কে ৪ কোটি শিক্ষার্থীকে খাবার সরবরাহে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এত বিপুল ব্যয়ের সামাজিক সহায়তা কর্মসূচিগুলো ঐতিহাসিকভাবে দুর্নীতির ঝুঁকিতে ভরা। ইন্দোনেশিয়ার অডিট বোর্ডের গবেষণা বিশ্লেষক মুহাম্মদ রাফি বাকরি বলেন, “এত বড় বাজেটের কারণে এ কর্মসূচি দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য সোনার খনি হয়ে উঠতে পারে।”
Leave a Reply