1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:40 am

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • প্রকাশিত সময় Thursday, September 25, 2025
  • 36 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। ইনজুরির কারণে এ ম্যাচেও খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস।ভারতের বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিদ হাসানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান, নুরুল হাসান ও তাসকিন আহমেদ।শ্রীলংকার বিপক্ষে খেলা আগের ম্যাচের একাদশে নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান।এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ২৬ বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র পাঁচবার জয় ও ২০বার হেরেছে টাইগাররা বাংলাদেশ একাদশ : জাকের আলী (অধিনায়ক), মাহেদি হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিম হাসান, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তান একাদশ : সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারি, শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640