এনএনবি : রাশিয়ার বিরুদ্ধে এবছর তিনবার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে নরওয়ে সরকার। তবে এটি ইচ্ছাকৃত ছিল নাকি পরিচালনা ব্যবস্থার ভুল ছিল সেটি স্পষ্ট নয় বলেও জানিয়েছে তারা। নরওয়ে সরকার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনাগুলো ১ থেকে ৪ মিনিট মতো স্থায়ী হয়েছিল। এক দশকের মধ্যে রাশিয়ার এ ধরনের সীমা লঙ্ঘনের ঘটনা এটিই প্রথম। নরওয়ে ও রাশিয়া উপকূলের আর্কটিক ব্যারেন্টস সী তে রুশ যুদ্ধবিমানের দুটো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে ২৫ এপ্রিলে এবং ১৮ অগাস্টে। আরেকবার আকাশসীমা লঙ্ঘন হয় ২৪ জুলাইয়ে নরওয়ের সবচেয়ে উত্তরের ফিনমার্ক কাউন্টির জনবিরল এলাকায়। ফিনমার্ক কাউন্টির সঙ্গে রাশিয়ার সীমান্ত আছে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন, “রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করেছে, নাকি পরিচালনার ভুল ছিল তা আমরা নির্ধারণ করতে পারিনি। তারপরও যা ঘটেছে তা মেনে নেওয়া যায় না এবং আমরা একথা রাশিয়া কর্তৃপক্ষকে স্পষ্ট করে বলে দিয়েছি।” এর আগে পশ্চিমা সামরিক জোট নেটোর কয়েকটি সদস্যদেশের আকাশসীমাও রাশিয়া লঙ্ঘন করেছে বলে অভিযোগে উঠেছিল। গত ১০ সেপ্টেম্বর পোল্যান্ড বেশ কয়েকটি রুশ ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে এবং কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা জানায়।
এরপর রোমানিয়াও রুশ ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে। গত ১৪ সেপ্টেম্বর একটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশে অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে যুদ্ধবিমান পাঠানোর কথা জানায় দেশটি। গত সোমবার ডেনমার্কও রাজধানীতে বিমানবন্দরের ওপর দিয়ে রুশ ড্রোন চক্কর কাটতে দেখার কথা জানায়। এর ফলে কয়েকঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় কোপেনহেগেন বিমানবন্দর। রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে এস্তোনিয়াও। গত শুক্রবার দেশটি জানিয়েছিল, তিনটি রাশিয়ান মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে ২১ মিনিট এস্তোনিয়ার আকাশে অবস্থান করেছে। এবার নরওয়েও তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করল রাশিয়ার বিরুদ্ধে। নেটো এরই মধ্যে রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে, তারা নিজেদের সুরক্ষিত রাখবে। নেটো মহাসচিব মার্ক রুত্তে বলেছেন, “জোটের দেশগুলোর প্রতি ইঞ্চি ভূখন্ডের সুরক্ষা দিতে নেটো ইচ্ছুক এবং প্রস্তুত।”
এক বিবৃতিতে নেটো জোটের পক্ষ থেকে বলা হয়েছে, “এইসব কর্মকা-ের পূর্ণ দায়ভার রাশিয়ার। এ ধরনের কর্মকা- উত্তেজনা সৃষ্টিকারী। এতে ভুল হিসাব-নিকাশ এবং জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি আছে। এগুলো থামাতে হবে।”
Leave a Reply