মিরপুর প্রতিনিধি ॥কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ঔষধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর বাজারের তিনটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নাজমুল ইসলাম। মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিকস্ আইন ২০২৩ অনুযায়ী মিরপুর বাজারের সেবা ঔষধালয়কে ৭ হাজার, ডটার্স ফার্মেসীকে ৮ হাজার ও পপুলার ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নামজুল ইসলাম বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা আইনত অপরাধ বলে গন্য। তাই তাদের দোকানে অভিযান চালিয়ে উক্ত অপরাদের দায়ে জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply