এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালের পর এই প্রথম নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। সাবেক মার্কিন প্রশাসনের সমালোচনা করেই বক্তব্য শুরু করেন ট্রাম্প। তিনি তার পূর্বসূরিকে দায়ী করেন একের পর এক ‘বিপর্যয়ের’ জন্য। দ্বিতীয় মেয়াদের আট মাস পার করে যুক্তরাষ্ট্র এখন ‘বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ’ বলে মন্তব্য করেন ট্রাম্পÑ যা তিনি প্রায়ই বলে থাকেন। “এটি নিঃসন্দেহে আমেরিকার সোনালি যুগ,” বলেন তিনি। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পণ্যে উচ্চহারে শুল্কারোপের পর ‘ঐতিহাসিব সব বাণিজ্য চুক্তি’ করার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র স্বর্ণযুগ পার করছে। বাণিজ্য চুক্তির ক্ষেত্রে প্রথমেই ট্রাম্প উল্লেখ করেন যুক্তরাজ্যের কথা। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা প্রথম দেশ যুক্তরাজ্য। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো-সহ জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং “আরও অনেক অনেক দেশ” এই কাতারে আছে বলে জানান ট্রাম্প।
তিনি বলেন, “আমেরিকা আবার সম্মানিত হয়েছে, যেমন সম্মান তারা আগে কখনও পায়নি।” বাণিজ্য চুক্তি নিয়ে কৃতিত্ব দাবি করার আগে ট্রাম্প পশ্চিমা সামরিক জোট নেটো সদস্যদেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপি’র ২% থেকে ৫% বাড়ানোর পদক্ষেপ নেওয়ার বিষয়টিও উল্লেখ করে বলেন, তার অনুরোধেই এটি হয়েছে। যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে অংশীদারিত্ব জোরদারে কাজ করছে বলে জানান তিনি। এরপর ট্রাম্প জাতিসংঘের সমালোচনা করেন। জাতিসংঘের যতটুকু সম্ভাবনা আছে সেই পর্যায়ে এই আন্তর্জাতিক সংস্থাটি কাজ করতে পারছে না বলে উল্লেখ করেন তিনি। জাতিসংঘ সদর দপ্তরের ভাঙা এসকেলেটর ও টেলিপ্রম্পটার নিয়েও অভিযোগ করে ট্রাম্প বলেন, ‘‘জাতিসংঘের কাছ থেকে আমি দুটি জিনিস পেয়েছি, তা হল একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার।’’ জাতিসংঘের কার্যকারিতা নিয় প্রশ্ন রেখে ট্রাম্প বলেন, “জাতিসংঘের উদ্দেশ্য কি? তারা এমনকি তাদের যে সম্ভাবনা আছে তার ধারেকাছেও আসতে পারছে না…তাদের বুলি ফাঁকা, ফাঁকা বুলিতে যুদ্ধের সমাধান হয় না। জাতিসংঘ এখানে আমাদের জন্য নেই।” ,যুদ্ধ সমাধানের আলোচনায় জাতিসংঘ নেই বরং তিনিই যুদ্ধের সমাধান করেছেন বলে ট্রাম্প দাবি করেন। জাতিসংঘ এমনকি যুদ্ধ বিশ্বে সংঘাত বন্ধে সহায়তা করারও চেষ্টা করেননি বলে বক্তব্য তার। ভাষণে ট্রাম্প বলেন, বিশ্বে সাতটি সংঘাতের অবসান ঘটেছে খোদ তার নেতৃত্বে। এর মধ্যে রয়েছে: কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, পাকিস্তান-ভারত, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান এবং কঙ্গো গণপ্রজাতন্ত্র-রুয়ান্ডার যুদ্ধ। “অন্য কোনও প্রেসিডেন্ট এমন কিছু করতে পারেননি,” বলেন ট্রাম্প। ওদিকে, গাজায় চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আলোচনার পক্ষগুলোকে “এবার চুক্তি করতেই হবে।” সম্প্রতি কয়েকটি শক্তিশালী দেশ ফিলিস্তিনকে রাষ্টের স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, “এটি হামাসের নৃশংসতার পুরস্কার।” ট্রাম্পের কথায়, হামাসের মুক্তিপণ দাবির কাছে মাথা নত না করে বরং যারা শান্তি চায় তাদের সবাইকে এখন এক হয়ে একটি বার্তা দেওয়ার জন্যই সোচ্চার হতে হবে। আর তা হল এই মুহূর্তে জিম্মিদের মুক্তি।
ট্রাম্প তার ভাষণে উন্মুক্ত সীমান্ত নিয়েও উপস্থিত বিশ্বনেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, উন্মুক্ত সীমান্তের “ব্যর্থ পরীক্ষা” শেষ করার সময় এসেছে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আপনাদের দেশগুলো নরকে পরিণত হচ্ছে।” জার্মানির জেলখানার প্রায় ৫০ শতাংশ বন্দি বিদেশি নাগরিক। একইভাবে অস্ট্রিয়ায় ৫৩ শতাংশ, গ্রিসে ৫৪ শতাংশ এবং সুইজারল্যান্ডে ৭২ শতাংশ বন্দি বিদেশি বলেও উল্লেখ করেন তিনি। অভিবাসী নিয়েও ট্রাম্প কথা বলেন। অভিযোগের আঙুল তোলেন জাতিসংঘের দিকে। তার দাবি, জাতিসংঘ পশ্চিমা দেশগুলোর সীমান্তে অভিবাসীদের আক্রমণে অর্থায়ন করছে। “জাতিসংঘের কাজ হল আক্রমণ বন্ধ করা,আক্রমণে অর্থায়ন করা নয়,” বলেন তিনি।
এ ছাড়া ট্রাম্প বৈশ্বিক উষ্ণায়নকে বৈজ্ঞানিক ধারণা হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে বলেন, এটি “বিশ্বের সর্বকালের সবচেয়ে বড় প্রতারণা।” তিনি বলেন, “আর কোনও গ্লোবাল ওয়ার্মিং, আর কোনো গ্লোবাল কুলিং নেই।” ১৯২০ ও ৩০-এর দশকে মানুষ তাপমাত্রা কমে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন ছিল বলেও তিনি মন্তব্য করেন। জাতিসংঘ ও অন্যান্য কর্তৃপক্ষের পূর্বাভাসগুলো তিনি “ভুল” এবং “মূর্খ মানুষের তৈরি” আখ্যা দেন।
ট্রাম্প বিশ্ব নেতাদের সতর্ক করেন, “সবুজ প্রতারণা” বা পরিবেশ নীতি থেকে দূরে থাকুন, নইলে দেশ “ব্যর্থ হবে।” তিনি আরও বলেন, “আর আমি ভবিষ্যদ্বাণীতে খুবই ভাল।”
Leave a Reply