শেষ মুহুর্তে ভোটারদের মন জয় করতে প্রার্থীদের দ্বারে দ্বারে চলছে গণসংযোগ
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ব্যবসায়ীদের মাতৃসংগঠন দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর শনিবার। সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে এ ভোট গ্রহন চলবে বিকেল ৪ টা পর্যন্ত। এবারের চেম্বারের নির্বাচনে কিছুটা ভিন্ন আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তার উপরে কোন প্যানেল নেই। আছে গ্রুপ আর স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনে ১২টি পদের অনুকলে প্রতিদ্বন্দীতা করছেন ২১ জন। এ গ্রুপের ভোটারের সংখ্যা ১৮৯৯ জন। চেম্বারের নিজশ^ ভবনে এ ভোট গ্রহন অনুষ্টিত হবে।
ট্রেড গ্রুপ থেকে আগেই বিনাপ্রতিদ্বন্দীতায় ৮ জন নির্বাচিত হয়েছেন। সাধারণ ভোটরদের অভিমত, দীর্ঘদিন থেকে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নিজশ^ ভবনে অত্যান্ত ঠাসাঠাসি করে ভোট দিতে নারী-পুরুষ ভোটারদের কষ্টের সীমা থাকে না। আবার বড় ধরণের কোন অনুষ্ঠান হলে বেশ বেগ পেতে হয় সাধারণ সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের। এ বিড়ম্বনা থেকে মুক্তি পেতে চেম্বারের সাধারণ সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এমন একটি পরিষদ গঠন করতে হবে যে পরিষদ কুষ্টিয়া চেম্বার ভবনকে একটি আধুনিক ভবনে রুপ দিতে সক্ষম হবে। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ঘণ ঘণ বাজার মনিটরিং’র নামে প্রশাসনে অহেতুক উৎপাত, ভ্রাম্যমান আলতের অভিযান, অবৈধ পণ্য বিক্রি কারীদের কারণে প্রকৃত ব্যবসায়ীদের নানা রমক বদনামের ভাগিদার হতে হয়। এ সব সমস্যার সমাধানে চেম্বারের প্রতিনিধিদের তেমন কোন ভুমিকা লক্ষ্য করা যায় না। তাই একটি আধুনিক চেম্বার ভবন এবং ব্যবসায়ীদের বিপদে-আপদে যে পরিষদকে সব সময় পাশে পাওয়া যাবে। সে পরিষদকেই তারা এবার ভোট দেবে। তবে কোন গ্রুপ বা নাম সর্বস্ব চেম্বারের নেতাকে এবার তারা এড়িয়ে যাবেন বলে জানিয়েছেন। ভোটের সময় ভোটারদের ভোট নিয়ে চেম্বারে নেতা হয়ে তার পরে বছরান্তে এক বা দুই বার চেম্বার ভবনে যাওয়া কার্যনির্বাহী পরিষদের নেতাদের তারা এবার বয়কট করবেন বলে জানিয়েছেন ‘এ’ গুপের অধিকাংশ ভোটার। অপরদিকে দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে মামলা-হামলার শিকার হয়ে অনেক ব্যবসায়ী, অনেক সম্ভাব্য প্রার্থী আত্মগোপনে চলে গেছেন। তাদের বিষয়েও মাথায় রেখে যেন-তেন ব্যক্তিকে ভোট দিয়ে ভোট নষ্ট করতে রাজি নয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার। এদিকে প্রতিটি প্রার্থী খুব আশা নিয়ে ভোটারদের মন জয় করতে দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে যিনি যোগ্য হবেন ভোটররা তাকেই বেছে নেবেন বলে সাধারণ ভোটারদের অভিব্যক্তি।
Leave a Reply