কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে পদ্মা নদীর খোকসা উপজেলার ধোকড়াকোল, কুঠিপাড়া, গোঁসাইডাঙ্গী ও আমলাবাড়ী এলাকায় (নদীর কোলে) এ নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী । নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কবুতর উড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন খাঁন, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, খান আতাউর রহমান সবুজ, রেজাউল করিম মাষ্টার, মোতালেব হোসেন মাষ্টার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।আজ বুধবার কুমারখালী ও খোকসা উপজেলার নৌকা সহ পাবনা জেলার একাধিক নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অতিথিদের নিয়ে মহড়া দেয়। বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতা শুরু হবে। চুড়ান্ত (ফাইনাল) প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর রবিবার। এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী’র অর্থায়নে এই নৌকা বাইচ প্রতিযোগীতার পুরুষ্কার হিসেবে (চ্যাম্পিয়ন, রানার্সআপ) ২টি ডিসকভারি -১২৫ ও ১০০ সিসি’র মোটরসাইকেল ও ১টি ফ্রিজ। এ ছাড়াও অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় সৌজন্য পুরুষ্কার। আয়োজক কমিটির সদস্যরা জানান, পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করবেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও নৌকার মহড়া দেখতে হাজার হাজার নারী -পুরুষ ও শিশুরা ভীড় করে নদীর কোলের দক্ষিণ পাড়ে (কুষ্টিয়া জেলার অংশে)। অন্যদিকে, কোলের উত্তর পাড় থেকেও (পাবনা জেলা) বহু মানুষ এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও নৌকার মহড়া উপভোগ করেন। এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে কুঠিপাড়া মোড় এলাকায় বসেছে গ্রামীণ মেলা।
Leave a Reply