ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় পল্লী বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যান কে লক্ষ্য করে পর পর ২ রাউন্ড গুলি চালিয়েছে এক সন্ত্রাসী। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে অন্য এক লাইনম্যান কে ধাওয়া দিয়ে ধরে পিস্তলের বাট দিয়ে উপর্যুপরি আঘাতে মাথা থেতলে দেওয়া হয়েছে। গুরুত্বর আহত ওই লাইনম্যান কে ভর্তি করা হয়েছে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনাটি ঘটেছে, ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে। এ বিষয়ে ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ভেড়ামারা থানায় মামলা রুজু করা হয়েছে।
ভেড়ামারা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক। গত জুন মাস থেকে তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। এমন অবস্থায় বকেয়া ৪ হাজার ৯’শ ২১টাকা আদায় করার জন্য আজ সকালে গ্রাহকের বাড়িতে হাজির হন লাইনম্যান সোহাগ ও রাহুল। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ করলে গ্রাহক সাফ জানিয়ে দেয়, তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। বিল পরিশোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা জানায় লাইনম্যানরা। এরপর লাইন কেটে দেওয়া হয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে পল্লী বিদুৎ’র গ্রাহক তাজমল হোসেন’র ছেলে সন্ত্রাসী আব্দুর রহিম (২৫) ঘর থেকে আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে এসে লাইনম্যান রাহুল কে গুলি করে হত্যার উদ্দ্যেশে পরপর ২ রাউন্ড গুলি চালায়। প্রান ভয়ে দৌড়ে কোন রকম জীবন বাঁচায় সে। গুলিও লক্ষভ্রষ্ট হয়। এসময় সহযোগী লাইনম্যান সোহাগ মিয়া কে ধরে ফেলে পিস্তলের বাট দিয়ে মাথা থেতলে দেয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানিয়েছে, ৪ মাস বিদ্যুৎ বিল বকেয়া। তার উপর লাইনম্যান কে পিস্তল দিয়ে হত্যার উদ্দ্যেশ গুলি করা অনেক বড় একটি অপরাধ। ওই সন্ত্রাসীর দ্রুত গ্রেফতার দাবী করেন এলাকাবাসী। পল্লী বিদ্যুতের ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, লাইনম্যান রাহুল গুলির হাত থেকে কোন রকম বেঁচে গেলেও লাইনম্যান সোহাগ মিয়াকে পিস্তলের বাট দিয়ে থেতলে দিয়েছে সন্ত্রাসী রহিম। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা করা হয়েছে। তিনি আসামীকে দ্রুত গ্রেফতার করে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীদের নিরাপদে গ্রাহকদেও সেবা করার সুযোগের দাবী করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালকুদার জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ এর বকেয়া বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন’র জেরে লাইনম্যানকে হত্যার উদ্দ্যেশে ২ রাউন্ড গুলি ও অন্য লাইনম্যান কে গুরুত্বর আহত করার বিষয়ে থানায় মামলা হয়েছে। যার নং ১৮, তাং ২৩/৯/২৫। আসামীকে দ্রুত গ্রেফতারের লক্ষে অভিযান শুরু করা হয়েছে।
Leave a Reply