1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:50 pm

পাশাপাশি বসে কথা-করমর্দন আবার একসঙ্গে প্রকাশ্যে ট্রাম্প-মাস্ক

  • প্রকাশিত সময় Tuesday, September 23, 2025
  • 25 বার পড়া হয়েছে

এনএনবি : সম্পর্কের অবনতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের টেসলা সিইও ইলন মাস্ক জুটি আবারও একসঙ্গে প্রকাশ্যে। পাশাপাশি রাখা দু’টি চেয়ারে তারা বসে আছেন। একে অপরের মুখের দিকে তাকিয়ে কথা বলছেন। বিশেষ কোনও কথা বলার জন্য একজন অপরের দিকে খানিকটা ঝুঁকেও গেলেন। মেলালেন হাতও। তবে কি দুইজনের মাঝে সম্পর্কের বরফ গলেছে? রোববার দুইজনের ওই সাক্ষাতের ছবি এবং ভিডিও দেখে তেমন জল্পনাই জোরালো হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গ্লেনডালে স্টেডিয়ামে ট্রাম্পের প্রয়াত ঘনিষ্ঠ সহযোগী ও ডানপন্থি নেতা চার্লি কার্কের স্মরণসভা আয়োজন করা হয়েছিল। সেখানেই একসঙ্গে দেখা যায় ট্রাম্প এবং মাস্ককে। একসময় দুইজন খুবই ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। প্রকাশ্যেই বিরোধে জড়িয়েছিলেন তারা। একে অপরকে আক্রমণ করে বলেছিলেন নানা কথা। ট্রাম্পের বিরুদ্ধে লড়াই করার জন্য মাস্ক নতুন দল গঠনেরও ঘোষণা দিয়ে দিয়েছিলেন। নির্বাচনে লড়ার হুমকি দিয়েছিলেন তিনি। গত জুন মাসে এ নিয়ে বিবাদ চরমে পৌঁছেছিল। তারপর এই প্রথম তাদেরকে আবার একসঙ্গে দেখা গেল। হোয়াইট হাউজের সরকারি র‌্যাপিড রেসপঞ্জ ৪৭ অ্যাকাউন্ট ট্রাম্প এবং মাস্কের কথা বলার সেই ভিডিও ফুটেজ পোস্ট করেছে। ট্রাম্প ও মাস্কের নতুন ঘনিষ্ঠতার প্রকাশ ঘটাতে তারা পোস্টের নিচে লাভ-হার্ট এবং হ্যান্ডশেক ইমোজি দিয়েছে। অবশ্য পরে এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্পকে মাস্কের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জিজ্ঞেস করা হলে তাকে এ বিষয়ে খুব একটা আপ্লুত মনে হয়নি। ট্রাম্প এই সাক্ষাৎ সম্পর্কে বলেছেন, “মাস্ক এসেছিলেন। আমাকে হ্যালো বললেন। এছাড়া এটা আর তেমন কিছু না। আমি মনে করি এটা চমৎকার ব্যাপার ছিল। তিনি সেখানে এলেন, কিছু কথা বললেন। আমাদের খুব ভাল সম্পর্ক ছিল। তবে তিনি সেখানে এসেছিলেন এটা আরও ভাল ব্যাপার।” গতবছর যুক্তরাষ্ট্রের নির্বাচনি প্রচারে ট্রাম্পের পক্ষে ঢালাও প্রচার চালিয়েছিলেন মাস্ক। প্রচুর অর্থও ঢেলেছিলেন প্রচারের কাজে। এরপর ট্রাম্প নির্বাচনে জয়ের পর হোয়াইট হাউজে মাস্কের জন্য আলাদা একটি দপ্তর খোলেন। মাস্ককে সরকারি দক্ষতা বিষয়ক দফতর (ডিওজিই)-এর প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছিল। বেশ কিছু দিন সেখানে মাস্ক কাজ করলেও পরে ট্রাম্পের নীতির সঙ্গে একমত হতে না পারায় বিরোধ দেখা দেয়। মাস্ক পদত্যাগ করে প্রকাশ্যেই ট্রাম্পের সমালোচনা শুরু করেন। ট্রাম্পও পাল্টা সমালোচনা শুরু করেন মাস্কের। ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে দু’জনের সম্পর্ক তিক্ত হয়। দুইজনকে আবার পাশাপাশি দেখে সেই তিক্ততা আপাতত কেটেছে বলেই মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640