দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিসের পরিত্যক্ত গোডাউন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে আগুন লাগার এ ঘটনায় বাতিলকৃত বেশ কিছু কাগজপত্র ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড পুড়ে যায়।ঘটনার পরপরই ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনগুলোতে মাদকাসক্ত ও চোরচক্রের যাতায়াত রয়েছে। তারা জানালার রড ও দরজা ভেঙে নিয়ে বিক্রি করে থাকে। ধারণা করা হচ্ছে, তাদের কেউই হয়তো আগুন লাগিয়ে থাকতে পারে। তবে পরিত্যক্ত ভবনগুলোর পাশে সরজমিনে মাদক সেবসের প্রমাণও পাওয়া গেছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী জানান, হঠাৎ পরিত্যক্ত একটি ভবনে আগুন লাগে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেড়ামারা ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেয়া হয়েছে। এঘটনায় দৌলতপুর উপজেলা নির্বাচন অফিস থেকে গণমাধ্যমকে কোন তথ্য দেওয়া হয়নি।
Leave a Reply