দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ডাকাতির কবলে পড়া রোগীবাহী অ্যাম্বুলেন্সের রোগী লিটন হোসেন (৫৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের স্বজন জালাল উদ্দিন।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত লিটনের লাশবাহী অ্যাম্বুলেন্স ইতোমধ্যে বাড়ির পথে রয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামে তার দাফন সম্পন্ন হবে। লিটন ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার পর তার শারীরিক অবনতি ঘটলে চিকিৎসারা তার উন্নত চিকিৎসার জন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেন পরে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থা তার মৃত্যু হয়।প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় ডাকাতির শিকার হন লিটন ও তার স্বজনরা। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে ডাকাতরা রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্স থামিয়ে দেয়। পরে দেশীয় অস্ত্রধারী পাঁচ-ছয়জন ডাকাত চালক ও যাত্রীদের জিম্মি করে অন্তত ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply