শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক
কাগজ প্রতিবেদক ॥ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মঙ্গলবার বেলা ১১ টায় ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নিকট স্মারকলিপি প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা রেজাউল করীম, সেক্রেটারী মুফতি মুজ্জাম্মিল হক কাসেমী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, শায়খুল হাদীস মুফতি মনিরুজ্জামান যশোরী, মাওঃ আব্দুল মালেক নূরানী, মুফতি আহমাদুল্লাহ হাবিবী। আরো উপস্থিত ছিলেন: কুষ্টিয়া জেলার বিভিন্ন থানার ওলামায়ে কেরামগন। এদিকে বিক্ষোভে বক্তারা বলেন, আমাদের সন্তানদের ইসলামি আদর্শে গড়ে তুলতে হলে গানের শিক্ষক নয়, দরকার ধর্মীয় শিক্ষক। গানের মাধ্যমে নৈতিকতা আসে না, বরং নষ্ট হয়। কোরআন-হাদিসের আলোকে শিক্ষা দিলে তারা হবে প্রকৃত মানুষ। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ চলছে, যা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের পরিপন্থী। এর পরিবর্তে কোরআন-হাদিসের আলোকে ধর্মীয় শিক্ষক নিয়োগ করলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা ও নৈতিকতা অর্জন করবে বলে তারা মনে করেন। তারা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগের উদ্যোগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। শিক্ষা ব্যবস্থায় ইসলামকে উপেক্ষা করে বিদেশি সংস্কৃতির প্রভাব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা চাই নতুন প্রজন্ম ধর্মীয় জ্ঞান ও নৈতিকতা অর্জন করুক।
Leave a Reply