মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর বাজারে (ঈগল চত্বর) সড়ক ও জনপথের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে এইচ সি শপিং কমপ্লেক্স নামের একটি বহুতল ভবন মর্মে অভিযোগ পাওয়া গেছে। তড়িঘড়ি করে নির্মাণাধীন ভবনটির প্রথম ফ্লোরের কাজ প্রায় শেষের দিকে। অথচ মিরপুর পৌরসভার কোনরকম অনুমোদন না নিয়েই ক্ষমতার জোরে ভূমিদস্যু সেবা ঔষধালয়ের স্বত্বাধিকারী জিয়ানুল হক খান বাবলু চৌধুরী ভবনটির কাজ চালিয়ে যাচ্ছেন। যার ফলে সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে মিরপুর বাজারের জিকে প্রধান খালের উপরে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন ব্রিজের এপ্রোস রোডের কাজ ব্যাহত হবে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল ও বাজারের ব্যবসায়ীদের চরম অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। অতি সম্প্রতি এসব অভিযোগের বাস্তবতা দেখার জন্য মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুল ইসলাম সরজমিনে আসেন। এ সময় নির্মাণাধীন ভবনের মালিক বাবলু চৌধুরী বলেন এটি আমার দলিলের সম্পত্তি তাই ভবনটি নির্মাণ করছি। জবাবে ইউএনও নাজমুল ইসলাম বলেন এখানে সড়ক ও জনপথের রাস্তা খুঁড়ে ভবন নির্মাণ করছেন কেন তখন আওয়ামীলীগ সমর্থিত সুবিধাবাদী বাবলু চৌধুরী বলে বিগত সরকারের আমলে আমি বহু নির্যাতনের শিকার হয়েছি আমার জায়গা জোর করে দখল নিয়ে রাস্তা করা হয়। এরপর থেকে অজ্ঞাত কারণে পৌর প্রশাসক আর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। একটা অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম ভূমিদস্যু বাবলু চৌধুরীর আত্মীয় হওয়ার ফলে তার অভয়ে তিনি (বাবলু) কাউকে তোয়াক্কা না করে এ অপকর্মটি চালিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিতর্কিত ওই ভবনটির পাশেই বিউটি সুপার নামের একটি মার্কেট রয়েছে যার মালিক বাবলু চৌধুরী ও তার পরিবারের লোকজন এর পিছনেই রয়েছে তার বিলাসবহুল বাড়ি যে বাড়িটি ও বিউটি সুপার মার্কেটের অধিকাংশ জায়গাই বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে বসবাস ও মার্কেট বানিয়ে ভাড়া দিয়ে কোটি কোটি টাকা আয় করছেন অথচ রেলওয়েকে কোন ট্যাক্স প্রদান করেন না। রেলওয়ের জায়গায় নির্মাণাধীন বিউটি সুপার মার্কেটের রয়েছে ৬০/৭০টি দোকান, একেকটি দোকানদারের কাছে লক্ষ লক্ষ টাকা সিকিউরিটি নেন এবং প্রতিমাসে লক্ষ টাকার উপরে ভাড়া আদায় করে। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একজন ব্যবসায়ী জানান, প্রায় ৪০ বছর ধরে বাবলু চৌধুরী ও তার প্রয়াত পিতা হুমা চৌধুরী প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন। যার প্রমাণ মিলবে বিভিন্ন ব্যাংকে তার ও পরিবারের লোকজনের একাউন্টগুলো তল্লাশি করলে। একদিকে সরকারি জায়গা অবৈধ দখলদারিত্ব এবং সরকারের বিপুল পরিমাণ ট্যাক্স ফাঁকি। এসব ব্যাপারে সড়ক ও জনপথ খুলনা বিভাগীয় জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাকির হোসাইন এর সাথে আলাপ করলে তিনি জানান, ব্রিজের ডিজাইন এবং জন চলাচল ব্যাহত হয় এমন কাজ কেউ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, নানা অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়েছিলাম তারা দাবি করছে জায়গাটি তাদের মালিকানা সম্পত্তি। বিষয়টি দেখার জন্য পৌরসভার সংশ্লিষ্টদের বলেছি সরকারি জায়গা দখল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে বাবলু চৌধুরীর সাথে আলাপ করলে, তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত দলিলের সম্পত্তির উপরে ভবনটি করা হচ্ছে, তবে ট্যাক্স ফাঁকি ও অবৈধভাবে সরকারি জায়গা দখলের প্রশ্নের জবাব এড়িয়ে যান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এর ব্যবস্থা না নিলে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা যেমন মুখ থুবড়ে পড়বে সেই সাথে জনসাধারণের চলাচল মারাত্মক ব্যাহত হবে এমনটি মনে করছেন এলাকার সচেতন মহল।
Leave a Reply