মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার পৌর কর মেলা-২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় পৌর চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার, উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামশেদ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান ও সহকারী প্রকৌশলী মোঃ সুজন আলী। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক করদাতা এ মেলায় অংশ নেন। মেলা ঘিরে নাগরিকদের মাঝে কর সচেতনতা বাড়াতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানে মিরপুর পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরে অনুষ্ঠিত পৌর কর মেলায় সর্বোচ্চ করদাতাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন পৌর প্রশাসক নাজমুল ইসলাম। সেই সঙ্গে তাদের মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ থাকে যে, করদাতাগণ ৩০ সেপ্টেম্বর’ ২০২৫ পর্যন্ত ১০% ছাড়ে কর পরিশোধ করতে পারবেন।
Leave a Reply