1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:50 pm

ট্রাম্পের হুমকির পরও বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্রকে দেবে না তালেবান

  • প্রকাশিত সময় Monday, September 22, 2025
  • 35 বার পড়া হয়েছে

এনএনবি : আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তালেবান সরকারের এক প্রতিরক্ষা কর্মকর্তা। আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনও চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাবেক এই মার্কিন সামরিক ঘাঁটি ফিরিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশের পর তালেবান সরকারের কর্মকর্তা একথা বললেন। শনিবার ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তান সঙ্গে ‘খারাপ কিছু’ ঘটবে। ঘাঁটিটি পুনরুদ্ধারে সেনা পাঠোনোর সম্ভাবনাও বাতিল করেননি তিনি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, “বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান যদি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে।” ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরুর দিকে বিমান ঘাঁটিটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। এর ২০ বছর পর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাঁটিটি তালেবানের দখলে যায়। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। শুক্রবার ওভাল দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি আফগানিস্তানের সঙ্গে কথা বলছেন। এরই প্রতিক্রিয়ায় রোববার আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, “কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মধ্য দিয়ে ঘাঁটিটি ফেরত নিতে চায়। সম্প্রতি কিছু মানুষ বলেছে, তারা বাগরাম ঘাঁটি ফেরত নিতে আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছে। “আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনও চুক্তি করা সম্ভব নয়। আমাদের এর কোনও প্রয়োজন নেই।” পরে এক সরকারি বিবৃতিতে আফগান সরকার সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তানের স্বাধীনতা এবং আঞ্চলিক অখন্ডতা সর্বাধিক গুরুত্বপূর্ণ।” এ প্রসঙ্গে দোহা চুক্তির কথাও স্মরণ করিয়ে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের বক্তব্য, “দোহা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা আফগানিস্তানের আঞ্চলিক অখ-তা এবং রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ করবে না। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়েও কোনও হস্তক্ষেপ করবে না।” তালেবান সরকারের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে, তা তাদেরকে পালন করতে হবে। বাগরাম ঘাঁটি ছিল তালেবানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধ পরিচালনার মূল কেন্দ্র। ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করার পর যুক্তরাষ্ট্র তৎকালীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।
পরে তালেবানদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে হওয়া চুক্তির অংশ হিসেবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়। বাগরাম ঘাঁটি ছেড়ে যায় মার্কিন সেনারা। তারা চলে যাওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই আফগান সামরিক বাহিনী ভেঙে পড়ে এবং তালেবানরা আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করে। সূত্র: আরব নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640