মীর ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিতলা গ্রামের নতুনপাড়ায় ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। মৃতদেহের দাফন আটকে সুদের টাকা আদায়ের মতো অমানবিক কাণ্ডে গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষায়—“এমন ঘটনা এর আগে কেউ শোনেনি, চোখেও দেখেনি।”গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে মেয়ে বাড়িতে বেড়াতে আসেন রাজমিস্ত্রি হারুন (৪৫)। দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আসরের নামাজের পর তার দাফনের প্রস্তুতি চলছিল। ঠিক তখনই প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি তোলেন, মৃত হারুনের কাছে সুদসহ ১৫ হাজার টাকা পাওনা রয়েছে। তিনি সরাসরি ঘোষণা দেন—“এই টাকা না দিলে দাফন করতে দেওয়া হবে না।”মৃত্যুর পর শোকাহত পরিবেশে এমন আচরণে পরিবারসহ উপস্থিত গ্রামবাসী স্তম্ভিত হয়ে পড়েন। অনেকে প্রতিবাদ করলেও মর্জিনা নিজের অবস্থানে অটল থাকেন। শেষ পর্যন্ত হারুনের পরিবার লোকজন দাফনের আগে জোগাড় করে ওই টাকা পরিশোধ করতে বাধ্য হয়।একজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মানুষ মারা গেছে, লাশ দাফনের মতো পবিত্র কাজেও বাধা দেওয়া হলো টাকার জন্য! এটা শুনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।”পরিবার টাকা পরিশোধ করার পর দাফনের কাজ শুরু হয়। তবে এ সময় উত্তেজিত জনতার মধ্যে থেকে এক ব্যক্তি মর্জিনার পশ্চাৎদেশে লাথি মারে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গ্রামবাসীরা পরিস্থিতি সামাল দেয়।গ্রামবাসীরা জানান, মর্জিনা ও তার মেয়ে দীর্ঘদিন ধরে নানা মামলার মাধ্যমে এলাকায় কুখ্যাত। তাদের সঙ্গে গ্রামের লোকজন দূরত্ব বজায় রাখে। একজন প্রবীণ গ্রামবাসী বলেন, “ওরা মামলাবাজ হিসেবে পরিচিত। যার সঙ্গেই ঝগড়া হয়, মামলা করে বসে। আজকে যা করেছে, তাতে গ্রামের সম্মানই কালিমালিপ্ত হলো।”এই ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও ‘ছি ছি’ রব উঠেছে। গ্রামের যুবক ইমরান বলেন, “মৃতদেহ আটকে টাকা আদায়—এটা শুধু অমানবিক না, ইসলামের বিরুদ্ধে জঘন্য কাজ।” ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে আলোচনা শুরু হলেও এখনো প্রশাসনের কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ চোখে পড়েনি। সচেতন মহল বলছেন, “এমন অমানবিক ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্যরা উৎসাহিত হবে।”স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) নাম প্রকাশে অনিচ্ছুক থেকে বলেন, “ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করুক।”অনুসন্ধান বলছে, চিতলার এই ঘটনা শুধু একটি পরিবারের নয় পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। নৈতিক অবক্ষয় ও সুদের ভয়াল ছোবল যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।
Leave a Reply