বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদিত কমিটির অধীনে পরিচালিত হয়ে আসছে। সভাপতি সুবেদার মেজর (অব.) সাইদুর রহমান বীর প্রতীকের নেতৃত্বে প্রধান শিক্ষকসহ পাঁচজন শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। কিন্তু সম্প্রতি একটি অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি তীব্র বিতর্কের মুখে পড়ে।
ঝিনাইদহ জেলার আড়পাড়া গ্রামের মো. হায়দার আলীর ছেলে মো. সাইদুর রহমান নিজেকে ঘোষবিলা মাদ্রাসার প্রধান শিক্ষক দাবি করে আসছেন। অথচ অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র।
তদন্তে জানা যায়, তিনি ২০০৮ সালে তেতুলবাড়িয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু পদত্যাগ না করেই ২০১৫ সালে হাজিপুর মনদিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় চতুর্থ শিক্ষক হিসেবে নিয়োগ গ্রহণ করেন। এখানেই শেষ নয়—২০২৪ সালের মার্চে প্রতারণার মাধ্যমে বৈধ প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামকে সরিয়ে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে বেতন তুলতে থাকেন। জালিয়াতি ধরা পড়লে স্থানীয়রা তাকে অপদস্ত করে বিতাড়িত করে।
হাজিপুর থেকে বিতাড়িত হওয়ার পর তিনি ঘোষবিলা এলাকায় এসে একটি হাফেজিয়া মাদ্রাসাকে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা’ বলে প্রচার করতে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, এর মাধ্যমে তিনি এলাকা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। এই পরিস্থিতিতে সভাপতি সুবেদার মেজর (অব.) সাইদুর রহমান, বীর প্রতীক উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে (স্মারক নং-৩৭০২ ১৮০৭ ১১৫ ০২১ ০১ ২৫২৯২) উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ইমরুল হককে তদন্তের নির্দেশ দেওয়া হয়।
গত ২৮ আগস্ট তদন্তের জন্য উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হয়। ঘোষবিলার বৈধ কমিটি, শিক্ষক, এলাকাবাসী ও প্রেসক্লাব সভাপতি উপস্থিত থাকলেও অভিযুক্ত সাইদুর রহমান অসুস্থতার অজুহাত দেখিয়ে সময় চান। মানবিক কারণে সময় দিলেও সত্য বেরিয়ে আসে পরে।
ঝিনাইদহ সদর হাসপাতালে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি অভিযোগিত সময়ে ভর্তি ছিলেন না। বরং ২৭ আগস্ট ভর্তি হলেও ২৯ আগস্ট পালিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে প্রত্যয়ন পত্র দেন।
তদন্ত সূত্রে অভিযোগ পাওয়া গেছে, সাইদুর রহমান নিয়মিত তদন্তে উপস্থিত না হয়ে প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে চাপ সৃষ্টি করছেন। এমনকি কোমলমতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের উচ্চ উপবৃত্তির প্রলোভন দেখিয়ে প্রভাব বিস্তার করছেন। এলাকাবাসীর দাবি, এসব কার্যক্রম পরিকল্পিত প্রতারণা ও দুর্নীতির অংশ। ঘোষবিলা মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা বলেন “একজন প্রতারকের খপ্পরে পড়ে পুরো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। প্রশাসনের কড়া পদক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।”
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত মো. সাইদুর রহমানের গঠিত অবৈধ কমিটি ও নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন। একইসাথে তাকে শিক্ষা খাত থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
একজন শিক্ষক হয়েও সাইদুর রহমান একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থেকে বারবার জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এর ফলে শুধু একটি প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা নয়, গোটা এলাকায় দ্বন্দ্ব ও অস্থিরতা তৈরি হয়েছে। প্রশাসনের নিরপেক্ষ ও দ্রুত পদক্ষেপই পারে ঘোষবিলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এই সংকট থেকে মুক্তি দিতে।
Leave a Reply