এনএনবি : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরল পেট্রলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ট্যাঙ্কারটিতে প্রায় ৫০ হাজার লিটার এলপিজি ছিল। বুধবার সেটি মেক্সিকো সিটির উপশহর ইস্তাপালপার একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় উল্টে পড়ে পিছলে একটি দেয়ালে গিয়ে ধাক্কা খায়। এতে ট্যাংকার ফেটে গ্যাস বের হয়ে জ্বলতে শুরু করে যা পরবর্তী বিস্ফোরণের কারণ হয়। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে আশপাশের প্রায় ৩০টি গাড়ি পুড়ে যায়। ঘটনার পর থেকে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত সপ্তাহে ট্যাঙ্কারটির চালকের মৃত্যু হয়। মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, “ইস্তাপালপার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২১ জন এখনও হাসপাতালে রয়েছেন। ৩৮ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।” এই ঘটনায় আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালভেস্টন শহরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহত আরও ১১ জন শিশুকে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নগরী কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে, অতিরিক্ত গতি ও চালকের অদক্ষতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত চলমান আছে।
Leave a Reply