এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। বিবিসি-কে এক একান্ত সাক্ষাৎকারে ট্রাম্পের সমালোচনা করে লুলা বলেন, “ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন।” লুলা ঘন ঘনই ট্রাম্পের সমালোচনা করে এসেছেন, কিন্তু তার এই বক্তব্যই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট লক্ষণ যে, তিনি মনে করেন তার এবং ট্রাম্পের মধ্যে যোগাযোগ এখন ভেঙে গেছে। ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও ট্রাম্প গত জুলাই মাসে ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে চলা বিচারকে এর কারণ হিসাবে উল্লেখ করেছিলেন ট্রাম্প।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা এই শুল্ককে বেশিমাত্রায় রাজনৈতিক বলে অভিহিত করেন এবং বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের ভোক্তারা ব্রাজিলের পণ্যের উচ্চ মূল্যের সম্মুখীন হবেন। ট্রাম্পের আরোপ করা শুল্ক যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানিতে প্রভাব ফেলেছে। বিশেষ করে কফি ও গরুর মাংসের মতো পণ্যগুলোর ওপর- যা লুলা আরও ব্যয়বহুল হয়ে উঠবে বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেন, “ব্রাজিলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প যে ভুল করছেন তার জন্য মার্কিনিদেরকে মূল্য দিতে হবে।” ট্রাম্প ও লুলা কখনও একে অপরের সঙ্গে সরাসরি কথা বলেননি। লুলা কের ফোন ধরেননি বা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেননি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কখনও সেই ফোনালাপের চেষ্টা করিনি। কারণ, তিনি কখনও আলাপ করতে চাননি।” এর আগে ট্রাম্প বলেছিলেন, লুলা তাকে যে কোনও সময় ফোন করতে পারেন। কিন্তু লুলার ভাষ্য, ট্রাম্প প্রশাসনের সদস্যরা কখনও তার সঙ্গে কথা বলতে চান নি। বিবিসি-কে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি তিনি ব্রাজিলের পত্রিকাগুলোর খবর থেকে জানতে পেরেছিলেন।
ট্রাম্পের প্রসঙ্গে লুলা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভদ্রভাবে যোগাযোগ করেননি। তিনি কেবল শুল্ক আরোপের বিষয়টি পোর্টাল এবং স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে নিজের সম্পর্ককে কিভাবে বর্ণনা করবেন জিজ্ঞেস করা হলে লুলা বলেন, কোনও সম্পর্ক নেই। সাক্ষাতকারে লুলা আরও বলেন, ট্রাম্পের সঙ্গে তার খারাপ সম্পর্ক ব্যতিক্রমী। সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইইউ, চীন, ইউক্রেইন, ভেনিজুয়েলা এবং বিশ্বের সব দেশের সঙ্গে তিনি কীভাবে সম্পর্ক গড়ে তুলেছেন তা উল্লেখ করেন লুলা। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক কেন নেই তা জানিয়ে লুলা বলেন, ট্রাম্প যখন প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি (লুলা) প্রেসিডেন্ট ছিলেন না। লুলা বলেন, ট্রাম্পের সম্পর্ক বলসোনারোর সঙ্গে, ব্রাজিলের সঙ্গে নয়। তবে লুলা এও জানান, তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ট্রাম্পকে দেখলে তাকে স্বাগত জানাবেন। কারণ, তিনি একজন সভ্য মানুষ। তবে তিনি আরও বলেন, “ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু তিনি বিশ্বের সম্রাট নন।”
বিবিসি-কে লুলা বলেন,২০২১ সালের ৬ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ক্যাপিটল দাঙ্গার যে ঘটনা ঘটেছিল তেমনটি ব্রাজিলে গঠলে ট্রাম্পকে বিচারের মুখোমুখি করা হত।
Leave a Reply