মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি কাঞ্চন কুমার হালদার, পুজা উদযাপন কমিটির শক্তি সঞ্চয় পাল, আনন্দ দেবনাথ, সুশীল কুমার প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, ধর্ম যার যার উৎসব সবার। “দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অন্যতম ঐতিহ্য। শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
Leave a Reply