কাগজ প্রতিবেদক ॥ কুমারখালীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হলো ৫ টি বসত ঘর। কুষ্টিয়া কুমারখালীতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হলো ৫ টি বসতঘর। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় নন্দুলালপুর ইউনিয়নের উত্তর ভবানিপুর গ্ৰামে শাহিন আলমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটের দিকে শাহিন আলমের বাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশে ঘরগুলোতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ৫ টি বসতঘর ভস্মিভূত হয়।
ভুক্তভোগী শাহিন আলম বলেন , বৈদ্যুতিক শট সার্কিটের আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এলেও শেষ হয়ে যায় আমাদের সব কিছু । এই সময় একটি হিরো হোন্ডা মটরসাইকেল আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুমারখালী ফায়ার সার্ভিসের সব- অফিসার, শ্রী ইন্দ্র প্রসাদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৫ টি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply