বশিরুল আলম আলমডাঙ্গা থেকে \ চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদায় কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে হৃদয় (২১) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে খাড়াগোদা বাজারে আমিরুল ইসলামের বাড়ির দ্বিতীয়তলার সাটারিং-এর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের পশ্চিমপাড়ার রায়হান আলীর ছেলে। উদ্ধারকারী শ্রমিকরা জানান, সাতজন মিলে দ্বিতীয়তলার ছাদের সাটারিং-এর কাজ চলছিল। হঠাৎ কাঠ মারার সময় হৃদয় নিচে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা আরও জানান, তিন ভাইয়ের মধ্যে হৃদয় ছিল সবার ছোট। মাত্র এক বছর আগে তার বিয়ে হয়। হঠাৎ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, শুনেছি কাজ করার সময় ছাঁদ থেকে পড়ে মারা গেছেন। তবে বিস্তারিত জানি না। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, মৃত অবস্থায় হৃদয়কে হাসপাতালে আনা হয়। উদ্ধারকারীরা দাবি করেছেন তিনি ছাঁদ থেকে পড়ে মারা গেছেন। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি এবং নাক, মুখ বা কান দিয়ে রক্তক্ষরণও হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। দর্শনা থানা পুলিশের ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, এ বিষয়ে এখনও তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। নির্মাণশ্রমিকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply