এনএনবি : ভারতের উত্তরাখ-ে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেহরাদূনের উত্তাল নদীতে একদল শ্রমিক ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে সবার সামনে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত ছয়জন শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উত্তরাখ-ের দেহরাদূনে মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তমসা নদী। তার মাঝে আটকে পড়ে একটি ট্র্যাক্টর। কোনওমতে সেই ট্র্যাক্টর আঁকড়ে দাঁড়িয়ে ছিলেন প্রায় ১০ শ্রমিক। ‘বাঁচাও’ বলে চিৎকার করে হাত নাড়ছিলেন তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি। তীরে দাঁড়িয়ে থাকা লোকজন তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাওয়ার আগেই সবার চোখের সামনে প্রবল স্রোতে ট্রাক্টর উল্টে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যে সব শ্রমিক পানির নিচে তলিয়ে যান।
নদীর তীরে দাঁড়িয়ে থাকা মানুষজনকে তখন আতঙ্কে ছুটোছুটি ও চিৎকার করতে দেখা যায়। প্রাথমিকভাবে জানা গেছে, শ্রমিকরা খননকাজে যুক্ত ছিলেন। তবে তাদের ট্রাকটর কীভাবে নদীর মাঝখানে গিয়ে পড়ল তা জানা যায়নি। রাতভর বৃষ্টিতে দেহরাদূন, মুসৌরি ও মাল দেবতা এলাকায় সড়ক ও বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেহরাদূনের প্রিম নগরে ল কলেজের কাছে একটি সেতু ভেঙে গেছে। উদ্ধারকাজে নামা দলগুলো প্রায় ৪০০ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে রাজ্যের সব নদীই ফুলেফেঁপে উঠেছে। তিনি বলেন, “২৫ থেকে ৩০ জায়গায় সড়ক ভেঙে গেছে। বিকল্প পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। বহু ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। “জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরাতে উদ্ধারকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।” তিনি আরও বলেন, “প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী, পুলিশ উদ্ধারকাজে নেমেছে, স্থানীয় প্রশাসনও নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।” মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পরিস্থিতি অবহিত করেছেন। কেন্দ্রীয় সরকার থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply