কাগজ প্রতিবেদক ॥ শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে গতকাল ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) দুপুরে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
সভা শুরুতেই পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন,
“দুর্গাপূজা এখন কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়—এটি কুষ্টিয়ার ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলেমিশে অংশগ্রহণ করেন। তাই শান্তিপূর্ণভাবে এ উৎসব সম্পন্ন করতে আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পুলিশ সুপার দুর্গাপূজা উদযাপনকে ঘিরে যে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।সেচ্ছাসেবক দল গঠন ও প্রশিক্ষণ দিয়ে ভেতর-বাহিরের শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা থাকবে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হবে।পালাক্রমে পুলিশ ও আনসার সদস্যদের ডিউটি থাকবে, যাতে কোনো ফাঁক না থেকে যায়। টহল ব্যবস্থা জোরদার করা হবে—বিশেষ করে রাতে যাতে মানুষ নিশ্চিন্তে পূজা দেখতে আসতে পারেন।
পুলিশ সুপার আরও বলেন,কোনো পূজামণ্ডপে সমস্যা হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সরাসরি আমাকে জানান। দেরি করলে পরিস্থিতি জটিল হতে পারে। কাজেই দ্রুত তথ্য দেওয়া জরুরি। তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান যাতে তারা সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখেন।
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে পূজা উদযাপন কমিটির একাধিক সদস্য পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।
তারা জানান,প্রতিবারের মতো এবারও পুলিশ প্রশাসনের সহযোগিতা আমাদের পূজাকে নির্বিঘ্ন ও আনন্দঘন করে তুলবে। জনগণের সাথে পুলিশের এ আন্তরিক সম্পর্কই আমাদের ভরসা।
শেষ পর্যন্ত পুরো সভা জুড়ে একটাই প্রত্যাশা শোনা গেল, শান্তিপূর্ণ ও আনন্দঘন দুর্গাপূজা হোক, কুষ্টিয়ার আকাশে ছড়িয়ে পড়ুক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।
Leave a Reply