এনএনবি : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গাজা যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য রোববার ইসরায়েলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই গাজা সিটিতে হামলা তীব্রতর করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, এ দিন ইসরায়েলি বাহিনী গাজা সিটির অন্তত ৩০টি আবাসিক ভবন ধ্বংস করেছে এবং কয়েক হাজার বাসিন্দাকে বাড়িছাড়া করেছে। ইসরায়েল জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের তাদের ঘোষিত লক্ষ্যের অংশ হিসেবে গাজা সিটি দখল করার পরিকল্পনা করেছে তারা। শহরটিকে হামাসের শেষ ঘাঁটি বলে অভিহিত করে প্রায় ১০ লাখ ফিলিস্তিনির আশ্রয় গাজা সিটিতে তীব্র হামলা চালাচ্ছে তারা, লিখেছে রয়টার্স।
মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্যস্থল করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামাসের ওই নেতারা গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনায় যুক্ত আছেন। তাদের নিশানা করে চালানো এ হামলা ব্যাপক নিন্দার কারণ হয়েছে। ইসরায়েলের এ হামলার পর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আলোচনার জন্য কাতার সোমবার দোহায় একটি জরুরি আরব-ইসলামিক সম্মেলনের আয়োজন করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও জানিয়েছেন, গাজা ভূখ-ে হামাসের হাতে এখনও বন্দি ৪৮ জিম্মিকে কীভাবে মুক্ত করা যায় ওয়াশিংটন চায় তা নিয়ে কথা বলতে ও উপকূলীয় ভূখ-টি পুননির্মাণ করতে। ওই ৪৮ জিম্মির মধ্যে মাত্র ২০ জন এখনও জীবিত আছেন বলে ধারণা পর্যবেক্ষকদের। ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে রুবিও বলেছেন, “যা হয়েছে তা হয়ে গেছে। আমরা তাদের (ইসরায়েলি নেতৃবৃন্দ) সঙ্গে বৈঠক করতে যাচ্ছি। ভবিষ্যতে কী আছে তা নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা।” মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলে অবস্থান করবেন। সেখানে তিনি জেরুজালেমে ইহুদিদের প্রার্থনার স্থান পশ্চিম দেয়াল (ওয়েস্টার্ন ওয়াল) পরিদর্শন করেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “পশ্চিম দেয়াল পরিদর্শন করা হল জেরুজালেমকে ইসরায়েলের চিরন্তন রাজধানী হিসেবে আমেরিকার স্বীকৃতি পুনরায় নিশ্চিত করা।” প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের সময় ২০১৭ সালের শেষ দিকে ডনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন আর এর পরপরই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে সেখানে নিয়ে যান।
Leave a Reply