ওলি ইসলাম ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি তারুন্যের উৎসব’ ২০২৫ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। গতকাল সোমবার বিকালে গোডাউন মোড়স্থ ব্যাংকের নিজস্ব কার্য্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল, কলেজের তরুন শিক্ষার্থী এবং ব্যাংকের গ্রাহকরা এই তারুন্যের উৎসবে যোগ দেন। আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভেড়ামারা শাখার ম্যানেজার সফল ব্যাংকার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী ম্যানেজার খন্দকার এজাজুল ইসলামের সাবলীল উপস্থাপনায় অনুষ্টিত তারুন্যের উৎসব শীর্ষক আলোচনা সভায় আলোচনায় অংশগ্রহন করেন, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মানিক, ভেড়ামারা সরকারী টিএসসির ইন্সট্রাক্টর জাহিদ মাহমুদ, হেড এ্যাসিসটেন্ট মাহমুদল ইসলাম, ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল। অনুষ্ঠানে ভেড়ামারার ব্যবসায়ী, সুধীজন, বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply