এনএনবি : ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হাত থেকে জিম্মিদের ফেরানো এবং শান্তি চুক্তিতে পৌঁছার পথে একমাত্র বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনই অভিযোগ করেছে ইসরায়েলি জিম্মিদের পারিবারগুলো।
জিম্মিদের ঘরে ফেরাতে সোচ্চার স্বেচ্ছাসেবী সংগঠন ‘হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছে, “গত সপ্তাহে কাতারে ইসরায়েলের বিমান হামলাই দেখিয়ে দিয়েছে যে, যখনই একটি চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই তা বানচাল করেন নেতানিয়াহু।” গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। হামাসের দেওয়া তথ্যানুযায়ী, এতে হামাসের ৫ সদস্য ও কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, কাতারে হামাস নেতাদের শেষ করে দিতে পারলেই জিম্মিদের ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষের পথে প্রধান বাধা দূর হয়ে যাবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারার জন্যও হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু। গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সর্বসাম্প্রতিক প্রস্তাব নিয়ে হামাস সদস্যরা দোহায় আলোচনায় বসেছিলেন। সেই বৈঠককে লক্ষ্য করেই হামলা চালায় ইসরায়েল। জিম্মিদের পরিবারগুলো তাদের স্বজনদের ঘরে ফিরিয়ে আনতে ব্যর্থতার জন্য নেতানিয়াহুর মন্তব্যকে সর্বশেষ অজুহাত আখ্যা দিয়েছে। কাতারে হামলার প্রসঙ্গে জিম্মিদের পরিবারগুলো বলেছে, “কাতারে হামলা সন্দেহাতীতভাবেই প্রমাণ করেছে যে, ৪৮ জন জিম্মিকে ফিরিয়ে আনতে এবং যুদ্ধ শেষ করতে বাধা একটাই- সেটি হচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে।” ক্ষমতায় টিকে থাকতে নানা অজুহাত দেখিয়ে কালক্ষেপণের এই কৌশল বন্ধ করার সময় হয়েছে। নেতানিয়াহুর এই কালক্ষেপণের জন্য “৪২ জিম্মি নিহত হয়েছে, বাকিরা ঝুঁকির মুখে রয়েছে।” কাতারের রাজধানীতে ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে নিন্দা-সমালোচনায় পড়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এসব নিন্দাকে আমল দিচ্ছেন না। কাতারে ইসরায়েলের এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘খুশি নন’ বলে জানিয়েছিলেন। এর মধ্যেই শনিবার ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, “কাতারে হামলায় আমরা অবশ্যই খুশি নই। প্রেসিডেন্ট ট্রাম্পও খুশী নন। এখন আমাদের সামনে এগুতে হবে এবং পরবর্তীতে কী করণীয় তা নির্ধারণ করতে হবে।”
Leave a Reply