1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:30 am

চুয়াডাঙ্গায় ইলিশের বাজার চড়া, দামে অস্বস্তি

  • প্রকাশিত সময় Monday, September 15, 2025
  • 61 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা সহ পুরো জেলার ইলিশের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামের ঊর্ধ্বগতি ক্রেতাদের চরম অস্বস্তিতে ফেলেছে। গতবছরের তুলনায় এবছর ইলিশের দাম প্রায় দ্বিগুণ। ভারতে ইলিশ রপ্তানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় বাজারগুলোতে এর প্রভাব পড়েছে। মাছ বাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে, আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ যাওয়ার কারণে দাম হু-হু করে বাড়ছে। বর্তমানে মাঝারি সাইজের ইলিশ কেজি প্রতি ১২০০–১৩০০ টাকা, যা গতবছরের চেয়ে ৫০০–৬০০ টাকা বেশি। ছোট ঝাটকা ইলিশ কেজিতে ৪০০ টাকা (বাড়তি ১০০ টাকা), গুটকা ইলিশ ৬০০ টাকা (বাড়তি ৩০০ টাকা) এবং এক কেজি সাইজের ইলিশ ২১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গতবারের চেয়ে ৭০০ টাকা বেশি। ফলে সাধারণ ক্রেতাদের জন্য এবছর ইলিশ খাওয়া যেন মহাবিপদে পরিণত হয়েছে।
ইলিশ ব্যবসায়ীরা জানান, আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ইলিশ বিক্রি চলবে। এরপর বাজার বন্ধ হয়ে যাবে। বর্তমানে বরিশাল, চট্টগ্রাম ও পটুয়াখালী থেকে ইলিশ আসছে। তবে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে না, বাজারে মূলত ছোট সাইজের ইলিশই পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারেই দাম বেশি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।
ইলিশ কিনতে আসা ক্রেতা আসাদুল ইসলাম বলেন, “এবার শুরু থেকেই সব সাইজের ইলিশের দাম ডাবল। যদি এমন অবস্থা চলতে থাকে তবে বছরে একবারও ইলিশ খাওয়া দুষ্কর হয়ে পড়বে।”
আরেক ক্রেতা নাজমুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মধ্য ও উচ্চমধ্যবিত্তরাই যখন হিমশিম খাচ্ছে, তখন নিম্ন আয়ের মানুষ কীভাবে ইলিশ কিনবে? নিয়মিত মনিটরিং না হলে বাজার আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল ইসলাম জানান, “ইলিশের দাম পাশ্ববর্তী জেলার মতো রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অতিরিক্ত দাম নিলে আইন প্রয়োগ করা হবে। বাজারে মনিটরিং অব্যাহত আছে এবং সামনে আরও জোরদার করা হবে।”
সার্বিকভাবে ইলিশের সরবরাহ থাকলেও দাম চড়া থাকায় চুয়াডাঙ্গার বাজারে এখন ক্রেতাদের মধ্যে হতাশা আর ব্যবসায়ীদের মুখে অজুহাত—দুর্গাপূজার আগে ইলিশ কেনা যেন অনেকের জন্যই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640