কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চরসাদীপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তভূক্ত না করার দাবিতে মানববন্ধন করেছে চরসাদীপুর ইউনিয়নের সাধারণ জনগণ। রবিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা চত্ত্বরে দূর্নীতি সন্ত্রাস ও দখলমুক্ত সমাজ গড়তে এবং চরসাদীপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তভূক্ত না করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বক্তব্য দেন, কুমারখালী বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, চরসাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আলী আজম। এসময় বক্তারা তাদের বক্তব্য বলেন, আমরা সাধারণ মানুষগণ চরসাদীপুর ইউনিয়নে বসবাস করে অনেক শান্তিতে আছি। আমরা সবাই দল মত নির্বিশেষে আবেদন জানাই কুমারখালী উপজেলার চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার অন্তভূক্ত না করে কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই। আমাদের দাবি না মপনে যদি চরসাদীপুর ইউনিয়নকে পাবনা জেলার অন্তর্ভুক্ত করা হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা আরও বলেন, একটি চক্র ব্যক্তিগত স্বার্থে পাবনার প্রশাসনের সঙ্গে আতাত করে চরসাদীপুরকে স্থানান্তরের পায়তারা করছে। কিন্তু এটা কোনোভাবেই মেনে নেওয়া হবেনা। আমরা প্রশাসনের নিকট গণপিটিশন দিয়েছি। দাবি না মানলে হরতাল অবরোধ করা হবে। প্রয়োজনে ডিসি কার্যালয় ঘেরাও করা হবে। মানববন্ধন শেষে চরসাদীপুর বাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এস এম ফুয়াদ মুঠোফোনে বলেন, গত বৃহস্পতিবার যোগদান করেছি। বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে পরে জানানো যাবে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, পাবনায় সংযুক্ত না করার দাবিতে এলাকাবাসী গণপিটিশন দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Leave a Reply