এনএনবি : গাজা শহর দখলের উদ্দেশ্যে তেল আবিব যেভাবে আক্রমণ চালিয়ে অগ্রসর হচ্ছে, তার মধ্যে কেবল শনিবারই ছয় হাজারের বেশি বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংকটের এ দশা জানিয়ে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেছেন, “আজ তাদের বাড়িঘর লক্ষ্যবস্তু হওয়ায় ৬,০০০-এর বেশি বেসামরিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।” তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু লিখেছে, শনিবার ভোর থেকে গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী বোমাবর্ষণ বাড়িয়ে দেয়; যার লক্ষ্য ছিল বাড়িঘর, আবাসিক ভবন এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থার (ইউএনআরডব্লিউএ) অধীন তিনটি স্কুল। বাসাল বলেন, কোনো আগাম সতর্কতা ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যার ফলে ডজনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। “গাজা শহরের বাসিন্দারা এখন অবরোধ ও লাগাতার বোমাবর্ষণের মধ্যে অত্যন্ত কঠিন অবস্থায় জীবনযাপন করছেন।” মুখপাত্র সতর্ক করে বলেন, “ইসরায়েলি বর্তমান নীতির ফলে এক মিলিয়নেরও বেশি মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে।” গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিসের তথ্যানুযায়ী, গাজা শহরে প্রায় ১৩ লাখ মানুষ বসবাস করছেন, যাদেরকে জোরপূর্বক আল-মাওয়াসি, খান ইউনিসের দিকে সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে ওইসব এলাকায় মৌলিক সুবিধা ছাড়াই ৮ লাখ মানুষ বসবাস করছে। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত ১১ অগাস্ট থেকে গাজা শহরে ১,৬০০টিরও বেশি টাওয়ার ও আবাসিক ভবন এবং ১৩,০০০ তাবু সম্পূর্ণভাবে ধ্বংস করেছে, যার ফলে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আনাদোলু লিখেছে, এখন গাজা শহরের বাসিন্দাদের বিশাল একটি অংশ শহরের পশ্চিমাঞ্চলে ঠাসাঠাসি করে বসবাস করছে, যেখানে শুক্রবার থেকে তীব্র বোমাবর্ষণ করছে ইসরায়েল। এ ইসরায়েলি অভিযান ‘গিডিওনের রথ ২’ নামে পরিচিত, যা গাজা শহরের পূর্ণ দখল নেওয়ার উদ্দেশ্যে ৩ সেপ্টেম্বর শুরু হয়। এই পদক্ষেপ ইসরায়েলের অভ্যন্তরেও সমালোচনার মুখে পড়েছে, কারণ সমালোচকরা বলছেন- এ অভিযান গাজায় আটকে থাকা তাদের সৈনিক ও জিম্মিদের জীবনকে হুমকির মুখে ফেলতে পারে। ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৪,৮০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, যেখানে দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
এ যুদ্ধের কারণে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখে পড়েছে।
Leave a Reply