ঢাকা অফিস ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের একমাত্র সরকারি কাচ কারখানা উসমানিয়া গ্লাস শিট দুই বছর ধরে বন্ধ। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত কারখানাটি বন্ধ হওয়ার সময়; অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে এক টাকার পণ্য উৎপাদনে খরচ হয়েছে পাঁচ টাকা। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এই খরচ আরও বেড়েছে।কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ—এই ৯ মাসে কোম্পানিটির পণ্য বিক্রি করে আয় করেছে ২ লাখ ৩৪ হাজার টাকা। তার বিপরীতে খরচ হয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার টাকা। সেই হিসাবে প্রতি ১ টাকা আয় করতে কোম্পানির খরচ হয়েছে প্রায় ২০ টাকা। শুধু গত দুই অর্থবছর নয়, গত এক যুগে সরকারি এই কোম্পানি লাভের মুখ দেখেনি। কোম্পানিটি সর্বশেষ মুনাফা করেছিল ২০১৩-১৪ অর্থবছরে। ওই বছর প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা মুনাফা করেছিল কোম্পানিটি। এর পর থেকে লোকসান গুনছে উসমানিয়া গ্লাস শিট। ২০২৩-২৪ অর্থবছরে লোকসানের পরিমাণ ছিল ১২ কোটি টাকা। কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে ৫ লাখ ৮১ হাজার বর্গফুট কাচ উৎপাদিত হয়। ওই অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ২ কোটি ২০ লাখ টাকার কাচ বিক্রি করেছে। অথচ এই অর্থবছরে প্রতিষ্ঠানটির খরচ ছিল ১০ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসাবে আয়ের চেয়ে কোম্পানিটির খরচ পাঁচ গুণ বেশি; অর্থাৎ এক টাকা আয় করতে কোম্পানিটির খরচ পড়ছে পাঁচ টাকা।করোনা মহামারির সময় ২০২০-২১ অর্থবছরে কারখানাটির উৎপাদন ছিল শূন্য। ওই বছর প্রতিষ্ঠানটিকে লোকসান গুনতে হয়েছে ১১ কোটি ৬০ লাখ টাকা। ২০১৩-১৪ অর্থবছরের পর ১০ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রতিবছর গড়ে ৮ কোটি ১৩ লাখ টাকা লোকসান গুনেছে।গত পাঁচ অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, উসমানিয়া গ্লাস শিট প্রতিবছর কাচ উৎপাদনে যে অর্থ ব্যয় করেছে, কাচ বিক্রি করে তার কেবল ৬৬ শতাংশ আয় করতে পেরেছে; অর্থাৎ কাচ বিক্রি করে তারা উৎপাদন খরচই তুলতে পারেনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ অর্থবছরে কাচ উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা। আর কাচ বিক্রি হয়েছে ৬৯ কোটি টাকার। তার মানে, এক টাকা আয় করতে কোম্পানির খরচ দেড় টাকা।
Leave a Reply