এনএনবি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত হীরাবেন মোদীকে নিয়ে একটি এআই ভিডিও ঘিরে কংগ্রেস পার্টি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে বিতর্ক তুঙ্গে উঠেছে। শুক্রবার কংগ্রেস ও বিজেপি নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে বিরোধে জড়িয়েছেন বলে জানিয়েছে ভারতীয় পত্রিকা এনডিটিভি। কংগ্রেস দ্বিগুণ গলা চড়িয়ে বলেছে, ভিডিওতে দেখানো হয়েছে, মা কীভাবে সন্তানকে জীবনের পাঠ পড়ান। এতে কাউকে অসম্মান করা হয়নি।কংগ্রেস নেতা পবন খেরা বলেন, “সন্তানকে শিক্ষা দেওয়া প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য। তিনি (প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরাবেন মোদী) এখানে (ভিডিওতে) কেবল তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। যদি সন্তান মনে করে সেটি তার অপমান। তাহলে সেটা তার সমস্যা।”এর আগে বিজেপি শিবির থেকে এই ভিডিও নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল বিহার রাজ্যের কংগ্রেস পার্টির পক্ষ থেকে। ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে মোদীর মৃত মায়ের মতো দেখতে এক নারীকে প্রধানমন্ত্রীর কাজের সমালোচনা করতে দেখানো হয়। দেখা যায়, তিনি ছেলেকে (মোদী) বকা দিয়ে বলছেন, কেন ভোটের জন্য তাকে (হীরাবেন) ব্যবহার করেছে খোদ তারই সন্তান। বিজেপি বলছে, মৃত মানুষের মুখে এমন কথা বসানো দেশের সব মা-বোনদেরই অবমাননা। কংগ্রেস এঁটে উঠতে না পেরে এরকম নীচ আচরণ করে বেড়াচ্ছে। বিজেপি’র মুখপাত্র সৈয়দ শাহনাওয়াজ হুসেইন বলেন, “কংগ্রেস সর্বকালের নি¤œস্তরে নেমে গেছে। এক মাস আগে বিরোধী জোটের সমাবেশ থেকে মোদীর মাকে গালি দেওয়া হয়েছিল, এবার তৈরি হল এআই ভিডিও।
“বিহার ও ভারত এই অপমান সহ্য করবে না। এই লজ্জাজনক কাজের জন্য কংগ্রেসকে নির্বাচনে মাশুল গুনতে হবে।” প্রধানমন্ত্রী মোদীর মা ৯৯ বছর বয়সে ২০২২ সালে মারা গেছেন। তাকে নিয়ে কুকথা বলতে ছাড়েনি কংগ্রেস। এবার কংগ্রেস আরও নীচে নেমে গিয়েছে বলে অভিযোগ করেন শাহনওয়াজ। বিজেপি’র আরেক মুখপাত্র অরবিন্দ কুমার সিং বলেন, “মোদীর মায়ের এআই ভিডিও প্রকাশ করে কংগ্রেস কোটি কোটি মায়ের অনুভূতিকে ব্যঙ্গ করেছে। আমাদের কাছে মায়ের স্থান দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর সমান। কংগ্রেসের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।” অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, “কাউকে অপমান করা হয়নি। বিজেপি সহানুভূতি আদায় করতে একে রাজনৈতিক ইস্যু করছে। এখানে কোথায় তার প্রয়াত মাকে অপমান করা হয়েছে? আমাকে দেখান একটা বাজে কথা রয়েছে কিনা। কোনও ইঙ্গিত, কোনও অসদুদ্দেশ্য দেখা যাচ্ছে? ভিডিওর কোথাও অপমানজনক কিছু রয়েছে বলে দেখাতে পারবেন?” “বিজেপি অকারণে আবেগের রাজনীতি করছে। রাজনীতিতে থেকে ‘আমায় ছুঁয়ো না’ (টাচ মি নট) বলা চলে না। এখানে উপদেশ দেওয়া হয়েছে, অসম্মান নয়। তিনি রাজনীতি যখন করেন, তখন এমন কিছু মেনে নিতেই হবে। এমনকি বিরোধী দলের রঙ্গ রসিকতাও সহ্য করতে হবে। আর এখানে তো কোনও মশকরাও করা হয়নি। এখানে তার জন্য সুপরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply