ভোটের মাধ্যমে দ্রুত সম্মেলনের দাবী
ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ সম্মেলনের সকল প্রস্তুতি ছিল সম্পন্ন। দলের নেতাকর্মীদের মাঝেও ছিল উৎসবের আমেজ। সম্মেলন কে ঘীরে উপজেলা জুড়ে সাজ-সাজ পরিবেশ। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ভেড়ামারা উপজেলা বিএনপির বহু কাঙ্খিত দ্বি-বার্ষিক সম্মেলন। দিনটি ছিল গত ১০ ই সেপ্টেম্বর ২০২৫। আকস্মিকভাবে স্থগিত হয়ে গেলো কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সকল প্রস্তুতি সম্পূর্ন করার পরেও আগের রাতে অর্থাৎ ৯ সেপ্টেম্বর জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম আলম কে। এদিকে কোনো কারণ ছাড়াই বিএনপির সম্মেলন বন্ধ হওয়ার ঘটনায় ফুঁসে উঠলো বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। সম্মেলন স্থগিতের ঘটনায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নেমে পড়লো রাজপথে। প্রতিবাদ সমাবেশের পাশাপাশি নির্বাচনের মাধ্যমে দলীয় শীর্ষ পদে দলের জন্য ত্যাগী ও দায়িত্বশীলদের নির্বাচিত করতে ফেস্টুন, প্লে-কার্ড ও ব্যানার নিয়ে পালন করতে শুরু করেছে নানা কর্মসূচি। দাবী তাদের একটাই, কোন সমঝোতা নাই, প্রকাশ্যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভেড়ামারা উপজেলা বিএনপির নেতা নির্বাচন করতে চান তারা। ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী জানবার হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশ অনুযায়ী আমরা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্য্যায়ে নির্বাচনের মাধ্যমে সভাপতি-সাধারন সম্পাদক নির্বাচিত করেছি। সকলকে সাংগাঠনিক ভাবে শক্তিশালী করেছি। উপজেলা কমিটি গঠনও আমরা করতে চায় নির্বাচনের মাধ্যমেই। সে লক্ষ্যেই জেলা বিএনপি সম্মেলনের তারিখ ঘোষনা করেছিল। আমরাও জাকজমকপূর্ন ভাবে সম্মেলন সফল করার সকল প্রস্তুতি সম্পূর্ন করেছিলাম। কিন্তু রাত ১০ টার দিকে হঠাৎ করেই সম্মেলন স্থগিত করা হয়। যার কারন আমরা এখনো জানি না।
ভেড়ামারা উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাইফুল আলম রোকন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন সমঝোতার রাজনীতি আমরা চাই না। আমরা চাই, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে। উপজেলা বিএনপিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে নির্বাচনের বিকল্প নেই।
রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ফিরোজ মাহমুদ বলেন, কুষ্টিয়া জেলার প্রতিটি উপজেলায় গণতান্ত্রিক উপায?ে দলীয় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয?ে। ভেড়ামারা উপজেলাতেও এমনটি কাম্য।
উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী জেলা বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে অতি দ্রুত ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা সহ ভোটের মাধ্যমে নেতা নির্ধারণের দাবি জানিয়েছে।
Leave a Reply