কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া রাজবাড়ী আন্তঃমহাসড়কে চলন্ত গাড়ির ধাক্কায় এক ভ্যান চালক সবজি বিক্রেতাসহ দুই জনের মৃত্ব্য হয়েছে। নিহত সবজি বিক্রেতার নাম কালাম শেখ (৬০) মহাসড়কে খোকসা উপজেলার মোড়াগাছায় রাত অনুমান সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম শেখের বাড়ী রাধা গ্রামে বলে জানা গেছে। কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু ওয়াহেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সবজি বিক্রেতা কালাম শেখ সবজি বিক্রি শেষ করে বাড়ী ফিরছিলেন পথিমধ্যে মোড়াগাছায় পৌছালে পেছন থেকে একটি চলন্ত গাড়ী তাকে ধাক্কা দিয়ে পাশের খালে ফেলে দেয়। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতাল মর্গে প্রেরণ করে। অপরটি কুমারখালীর আলাউদ্দিন নগরে দুর্ঘটনা ঘটেছে সে ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি।
Leave a Reply