কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কুষ্টিয়া ইউনিটের উদ্যোগেএবং ব্রিটিশ রেড ক্রসের সহায়তায় গতকাল শনিবার সকালে কুষ্টিয়ায় শুরু হয়েছে ইউনিটডিজাস্টার রেসপন্সটিম প্রশিক্ষণ কর্মসূচি। চারদিন ব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন রেড ক্রিসেন্টযুব স্বেচ্ছাসেবীরা।জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের চেয়ারম্যান আবুহাসনাত মোহাম্মদ আরেফিন। কুষ্টিয়া রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক গোলাম মোহাম্মদ ও রেড ক্রিসেন্টের সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সাড়া দিতেএবং দুর্গতমানুষেরপাশে দাঁড়াতেপ্রশিক্ষিত স্বে”ছাসেবীদেরবিকল্প নেই। এই প্রশিক্ষণ স্বে”ছাসেবকদেরকে দুর্যোগ কালীন সময়ে দক্ষতার সাথে কাজ করার সক্ষমতা বৃদ্ধি করবে। ১৩ থেকে ১৬ সেপ্টে¤?^রপর্যন্তচলবে এ প্রশিক্ষণ কর্মসূচি। এে অংশগ্রহণকারীদের দুর্যোগ মোকাবিলা, উদ্ধারকার্যক্রম, প্রাথমিক চিকিৎসা ও ত্রাণ বিতরণ বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।
Leave a Reply