এনএনবি : যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া চার্লি কার্ক সম্ভাব্য হত্যাকারীর ছবি প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। সন্দেজনক ওই ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সাহায্য চেয়েছে তারা। কার্কের হত্যাকা-ে জড়িত সন্দেহে আইনপ্রয়োগকারী সংস্থার প্রকাশিত এটিই কোনও ব্যক্তির প্রথম ছবি। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করেছে এফবিআই-এর সল্ট লেক সিটি শাখা। সন্দেহভাজন এই ব্যক্তির পরিচয় এখনও অজানা।
হত্যার উদ্দেশ্য কি ছিল তা নিয়ে সোশাল মিডিয়ায় নানা চর্চা চলছে। কিন্তু কর্তৃপক্ষ এখন্র নিশ্চিত করে কিছু জানায়নি। এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ বলেছে, আততায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে ছাদে ছিল বলে ধারণা করা হচ্ছে। চার্লি কার্ককে হত্যায় ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেল এফবিআই এরই মধ্যে উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আততায়ী পাশের একটি ছাদে উঠে গুলি চালায়। হামলার পরপরই আততায়ী কাছের একটি পাড়ায় মানুষের মধ্যে মিশে যায়। খুনের ২৪ ঘন্টা পেরোলেও হামলাকারী এখনও ধরা পড়েনি। তবে এফবিআই বলেছে, তারা আতাতয়ীর অতি ক্ষমতাসম্পন্ন রাইফেল খুঁজে পেয়েছে এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সন্দেহভাজন ব্যক্তির পায়ের ছাপ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন চার্লি কার্ক। বুধবার আমেরিকার ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩১ বছরের কার্ক। সম্প্রতি আমেরিকার কলোরাডো থেকে ভার্জিনিয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করার পরিকল্পনা করেছিলেন নিহত এই রক্ষণশীল নেতা। নাম দিয়েছিলেন, ‘দ্য আমেরিকান কামব্যাক ট্যুর’। এই সফরসূচির অংশ ছিল ইউটার ওই বিশ্ববিদ্যালয়ের আলোচনাসভায় যোগদান। সেখানে সমবেত শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার্লি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়। কিশোর বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন কার্ক। ছাত্র সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’র সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তরুণ প্রজন্মের মধ্যে রিপাবলিকানদের প্রতি সমর্থন জোগাড়ে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন তিনি।
Leave a Reply