1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 8:38 am

১৩ ওভারের ম্যাচ জিতে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

  • প্রকাশিত সময় Thursday, September 11, 2025
  • 44 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।গত রাতে বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা বৃষ্টি আইনে ১৪ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
বৃষ্টির কারণে কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচটি ৯ ওভারে নামিয়ে আনা হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ দশমিক ৫ ওভার ব্যাট করতে পারে দক্ষিণ আফ্রিকা। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হলে আর ব্যাট করার সুযোগ পায়নি প্রোটিয়ারা। বৃষ্টির আগ পর্যন্ত ৫ উইকেটে ৯৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা।ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ক আইডেন মার্করাম ১৪ বলে ২৮, ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ২৩, ডোনোভান ফেরেইরা ১১ বলে অপরাজিত ২৫ ও ট্রিস্টান স্টাবস ৬ বলে ১৩ রান করেন। ইংল্যান্ডের লুক উড ২২ রানে ২ উইকেট নেন।বৃষ্টি আইনে জয়ের জন্য ৫ ওভারে ৬৯ রানের টার্গেট পায় ইংল্যান্ড। কিন্তু ওপেনার জশ বাটলার ছাড়া আর কোন ব্যাটার দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়তে না পারায় জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি ইংল্যান্ড। ৫ ওভারে ৫ উইকেটে ৫৪ রান করে ইংলিশরা।বাটলার ১১ বলে ২৫ রান করেন। ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটার হিসেবে শেষ দিকে ৩ বলে ১০ রান করে দলকে রক্ষা করতে পারেননি স্যাম কারান।দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও কর্বিন বশ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ফেরেইরা।আগামীকাল ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640