এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ডানপন্থি রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনাটি মার্কিন রাজনীতিতে বিদ্যমান গভীর বিভাজনকে উন্মোচিত করেছে। রয়টার্স জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে কার্কের জন্য যখন নীরবতা পালনের কথা তখন তাকে সম্মান জানানোর সর্বোত্তম উপায় কী হতে পারে তা নিয়ে চিৎকার করে ও আঙ্গুল উঁচিয়ে তর্ক করেছেন মার্কিন আইনপ্রণেতারা। এই হামলার ঘটনার জন্য প্রতিনিধি পরিষদের রক্ষণশীল রিপাবলিকান সদস্যরা তাদের উদারপন্থি সহকর্মীদের দায় দিয়েছেন। অপরদিকে ডেমোক্র্যাটরা তুলনামূলক সংযত স্বরে কথা বলে সাধারণভাবে রাজনৈতিক সহিংসতার নিন্দা করেছেন এবং কঠোর বন্দুক আইনের আহ্বান জানিয়েছেন।
দুই বছর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেস ৩০ বছরের মধ্যে প্রথম ব্যাপক বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দল বিলটিতে সমর্থন দেয়। এতে বন্দুক ক্রয়ের ক্ষেত্রে অতীত কর্মকা- পরীক্ষা করার বিষয়টি জোরদার করা হয় এবং আইনের ফাঁকফোকর বন্ধ করা হয়, কিন্তু গুলিবষর্ণ থামানোর জন্য এগুলো যথেষ্ট হয়নি।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের সর্বশেষ সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে বন্দুক সহিংসতায় ৪৬৭২৮ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা দেশটির রেকর্ডকৃত ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। কার্ক (৩১) রক্ষণশীল যুব সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ এর সহপ্রতিষ্ঠাতা। তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমর্থক ছিলেন এবং তার দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কার্কের বড় ভূমিকা ছিল। বুধবার ইউটাহ অঙ্গরাজ্যের ওরেমে ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলার সময় তাকে গুলি করা হয়। গুলি কার্কের ঘাড়ে লাগে এবং তিনি মঞ্চের ওপর পড়ে যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
এই হত্যাকা-ের উদ্দেশ্য জানা যায়নি আর এ ঘটনায় সন্দেহভাজন কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। প্রতিনিধি পরিষদে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তর্ক চলার সময় রিপাবলিকান প্রতিনিধি স্টিভ স্কেলিস বলেন, “আমাদের দেশে রাজনৈতিক সহিংসতার জন্য কোনো অজুহাত চলবে না, এটি বন্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটি বাড়ছে। এর সমাধান করতে হবে। এটি থামাতে হবে।” ২০১৭ সালে মার্কিন কংগ্রেস সদস্যদের এক বেসবল অনুশীলনের সময় স্কেলিস গুলিবিদ্ধ হয়েছিলেন কিন্তু বেঁচে যান।
কার্ককে কে গুলি করেছেন তার পরিচয় জানার আগেই যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ডানপন্থি ব্যক্তিত্বরা ঘটনাটিকে রক্ষণশীলতার বিরুদ্ধে বামপন্থিদের বৃহত্তম আক্রমণের অংশ হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ প্রচারণার কট্টর সমর্থক, অতি-ডানপন্থি রাজনৈতিক কর্মী ও অনলাইন ব্যক্তিত্ব লরা লুমার ‘সরকারের পূর্ণ শক্তি প্রয়োগ করে বামপন্থিদের দমন করার’ আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “সহিংস প্রতিবাদকে তহবিল যোগানো প্রত্যেকটি বামপন্থি গোষ্ঠীকে বন্ধ করে দিয়ে তাদের বিচার করা দরকার। কোনো ক্ষমা নেই।” সামাজিক মাধ্যম এক্স এর মালিক ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক আরও কঠোর মনোভাব ব্যক্ত করে লিখেছেন, “বামরা খুনিদের দল।” ট্রাম্প নিয়মিতই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের ‘উগ্র বাম উন্মাদ’ বলে অভিহিত করেন। এই ‘বামদের’ যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি বলে উপস্থাপন করেন তিনি। নিজের ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, “যাদের সঙ্গে আপনি একমত নন, তাদের দিনের পর দিন, বছরের পর বছর সম্ভাব্য সবচেয়ে ঘৃণ্য ও নীচ উপায়ে দানবীয় করে তোলার করুণ পরিণতি হল সহিংসতা এবং হত্যা।” কার্কের হত্যাকা- নিয়ে ডেমোক্র্যাটদের প্রতিক্রিয়া অনেকটা রক্ষণশীল ও সতর্ক ছিল। এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, “চার্লি কার্ককে যিনি গুলি করেছেন তার উদ্দেশ্যর বিষয়ে আমরা এখনও কিছু জানিনা, কিন্তু আমাদের গণতন্ত্রে এ ধরনের ঘৃণ্য সহিংসতার কোনো স্থান নেই।” ২০১২ সালে বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়া সাবেক ডেমোক্র্যাট প্রতিনিধি গ্যাবি গিফোর্ডস বলেছেন, “গণতান্ত্রিক সমাজে সবসময় রাজনৈতিক মতভেদ থাকবে, কিন্তু আমাদের আমেরিকাকে কখনোই এমন একটি দেশ হতে দেওয়া উচিত নয় যেটি বিরোধী মতকে সহিসংতার মুখোমুখি করে।” ডেমোক্র্যাটদের প্রায় সবাই এই সুরে কথা বললেও একজন ব্যতিক্রম মন্তব্য করেছেন। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার, যিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সহিংসতা উৎসাহিত করার জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেছেন। রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ঘটনা দিন দিন বাড়ছে। গত বছর ট্রাম্পকে হত্যার জন্য দুই দফা চেষ্টা হয়েছিল। ডেমোক্র্যাট ও রিপাবলিকান–উভয় দলের রাজনীতিকরাই গত কয়েক বছরে হামলা, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন। কিন্তু দেশটির প্রধান দুই দলের পৃথক প্রতিক্রিয়ায় ধারণা পাওয়া যাচ্ছে কার্কের মৃত্যু শুধু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভক্তিতে আরও প্রকট করে তুলবে।
Leave a Reply