ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ আকষ্মিক ভাবে স্থগিত হয়ে গেছে ভেড়ামারা উপজেলা বিএনপির বহু কাঙ্খিত দ্বি-বার্ষিক সম্মেলন। সকল প্রস্তুতি সম্পূর্ন করার পরেও সম্মেলন বন্ধ হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে বিএনপির তৃনমূলের নেতাকর্মীরা। সম্মেলনের নির্ধারিত সময়েই সম্মেলন স্থলের অদূরেই গতকাল বুধবার বিকেলে দক্ষিন কেবিন সংলগ্ন এক প্রতিবাদ সমাবেশ করেছে নেতাকর্মীরা। তাদের দাবী একটাই, কোন সমঝোতা নাই, প্রকাশ্যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভেড়ামারা উপজেলা বিএনপির নেতা নির্বাচন করতে চান তারা। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক পদপ্রার্থী জানবার হোসেন চেয়ারম্যান দাবী করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশ অনুযায়ী আমরা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্য্যায়ে নির্বাচনের মাধ্যমে সভাপতি- সাধারন সম্পাদক নির্বাচিত করেছি। সকলকে সাংগাঠনিক ভাবে শক্তিশালী করেছি। উপজেলা কমিটি গঠনও আমরা করতে চায় নির্বাচনের মাধ্যমেই। সে লক্ষ্যেই জেলা বিএনপি সম্মেলনের তারিখ ঘোষনা করেছিল। আমরাও জাকজমকপূর্ন ভাবে সম্মেলন সফল করার সকল প্রস্তুতিও সম্পূর্ন করেছিলাম। কিন্তু রাত ১০ টার দিকে হঠাৎ করেই সম্মেলন স্থগিত করা হয়। যার কারন আমরা এখনো জানি না। যুবদল নেতা নজিবুল হক সুমন ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন সমঝোতার রাজনীতি আমরা চাই না। আমরা চাই, স্বচ্ছ ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করতে। উপজেলা বিএনপিকে সঠিক নেতৃত্ব উপহার দিতে নির্বাচনের বিকল্প নেই। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বিশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ (আবুল হোসেন বিশ্বাস) বিজিএম কলেজের সাবেক অধ্যক্ষ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম উদ্দিন, চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, মোস্তাক আহমেদ মিন্টু, জাহিদুল ইসলাম রঞ্জু , উপজেলা যুবদলের আহবায়ক শামীম রেজা শামীম, সদস্য সচিব মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সাইফুল আলম রোকন, যুবদল নেতা আজাদ, রফিকুল ইসলাম, বাহিরচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নাজির উদ্দিন মন্ডল, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, বিএনপি নেতা দীনাজ আলী মেম্বর, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মোল্লা, মোকারিমপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রব, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, যুবদল নেতা বিপ্লব হোসেন, উজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম রানা, আবু বেলাল জিকু, আলতামাছ নিউটন সহ নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক সারা দেশব্যাপী ওয়ার্ড পর্যায় থেকে নির্বাচনের মধ্য দিয?ে নেতা নির্বাচন করে ইউনিয়ন পর্যায় নির্বাচনের মধ্যে দিয?ে নেতা নির্বাচন শেষে উপজেলা পর্যায?ে সম্মেলনের মধ্য দিয?ে নেতা নির্বাচন করা হচ্ছে। যার ধারাবাহিকতায় ভেড়ামারা উপজেলায় নেতা নির্বাচন করার লক্ষ্যে উপজেলা সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ করা হয়, কিন্তু হঠাৎ করেই অদৃশ্য কারণে ভেড়ামারা উপজেলার সম্মেলন স্থগিত করা হয়। যার প্রতিবাদে ভেড়ামারা উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশে হাজার হাজার নেতাকর্মীরা যোগ দেয় এবং তারা অতি দ্রুত উপজেলা সম্মেলনের জন্য পুনরায় দিন নির্ধারণের দাবি জানাই।
Leave a Reply