ভেড়ামারা প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাহফুজুল ইসলামের জানাযা নামাজ গতকাল বুধবার বাদ আছর ধরমপুর গোরস্থান মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় সর্বস্তরের জনতার ঢল নামে। কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় ঈদগাহ মাঠ। লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তরুন এই রাজনৈতিক নেতা গুরুত্বও অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি বুধবার সকালে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। ইন্না——লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ৩ কন্যা সন্তান, স্ত্রী, বৃদ্ধ বাবা-মা সহ বহু গুনগ্রাহী ব্যাক্তিদেও রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানাযা নামাজে অংশ গ্রহন করেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের নমীনি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল গফুর, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক তারেক ইসলাম, কর্ম পরিষদ সদস্য মাওলানা শহিদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply