আতিয়ার রহমান, দৌলতপুর থেকে ॥ কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্র“পের সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৫জন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত একই গ্র“পের সারভান সরদার (৩৫) এর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং বায়জীদ সরদার (৪৫) এর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ এলাকায় পৌঁছাইনি। নিহতরা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে এবং এরা সম্পর্কে মামা ভাগ্নে বলে জানাগেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিঞ্জাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার ও চাঁদা চাওয় নিযে নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্র“পের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্র“পের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সরদার গ্র“পের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান বলে পরিবারে পক্ষ থেকে জানানো হয়। সংঘর্ষে উভয় গ্র“পের অন্তত ৫জন আহত হলে তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্র“পের সংঘর্ষে ১জন ঘটনাস্থলে এবং অপর ১জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি, তবে নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। এঘটনায় জিঞ্জাসাবাদেরর জন্য এক নারীসহ ৫জনকে আটক করা হয়েছে।
Leave a Reply