আলমডাঙ্গা ব্যুরো ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রাণবন্ত সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মেহেদী হাসান আলহাজ্ব। তিনি তার বক্তব্যে সংগঠনের মূলনীতি, কর্মীদের দায়িত্ব ও বর্তমান প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন শাখার আমির মোঃ সজিবুর রহমান। তিনি ইউনিয়ন পর্যায়ে দাওয়াতি ও সামাজিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দিন, বায়তুলমাল সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ বাদল রশিদ ও জাহাঙ্গীর আলম। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে ইসলামভিত্তিক সমাজ বিনির্মাণ সহজতর হবে।বৈঠকটি সঞ্চালনা করেন ডাউকি ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. মোঃ আব্দুস সালাম। তিনি সংগঠনের চলমান কর্মকাণ্ডের সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।বক্তারা সবাই একমত হন যে, সমাজকল্যাণমূলক কার্যক্রম, মানবসেবা ও দ্বীনি দাওয়াতের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে জনবান্ধব করে তুলতে হবে। বৈঠক শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply