কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), রেজিঃ খুলনা-২০৬৯–এর নাম ব্যবহার করে বিশেষ সাধারণ সভা আহ্বানের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। লিখিত বিবৃতিতে তারা জানান, গত ৪ আগস্ট ২০২৫ খ্রীঃ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভায় ছয়মাসের অধিক মাসিক চাঁদা পরিশোধ না করা এবং সংগঠন বিরোধী কার্যক্রম চালানোর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলাম মুকুল ও মোকাদ্দেস হোসেন সেলিমের সাধারণ সদস্য পদ বাতিল করা হয়। এছাড়াও যারা ছয় মাসের অধিক সময় ধরে মাসিক চাঁদা পরিশোধে ব্যর্থ হয়েছে, তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে। কিন্তু ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ওই সকল পদলোভী ও বিপথগামী ব্যক্তিরা কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ের হোটেল তাজ ইন-এ অবৈধভাবে সভা ডেকে তথাকথিত একটি এডহক কমিটি গঠন করে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। যা শ্রম আইন ও সংগঠনের বিধিবিধানের পরিপন্থী। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ধরনের অপতৎপরতা বন্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও যারা এধরনের কার্যকলাপের সাথে জড়িত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply