এনএনবি : ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন নেতাদেরকে নিশানা করে কাতারে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা চালানো হয়। কাতার ও আরব দেশগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারে দীর্ঘদিন ধরেই হামাসের রাজনৈতিক দপ্তর আছে। সেখানে হামাস নেতাদের ওপর এই হামলায় ইসরায়েলের সামরিক অভিযান মধ্যপ্রাচ্যসহ উপসাগরীয় আরব দেশগুলো পর্যন্ত বিস্তৃত হল। ইসরায়েলের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হামাসের গাজা শাখার প্রধান ও শীর্ষ আলোচক খলিল আল হায়াসহ অন্যান্য শীর্ষ নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হায়ার ছেলে হামলায় নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন হামাসের দুই কর্মকর্তা। হামাসের শসস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস গত সোমবার জেরুজালেমের বাস স্টপে গুলি চালিয়ে ৬ জনকে হত্যার ঘটনার দায় স্বীকারের কিছু সময় পরই কাতারে ইসরায়েলের এই হামলা হল। মঙ্গলবার বিকালে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়াও উড়তে দেখা গেছে। বিবিসি জানায়, যাচাই করা ভিডিও ফুটেজে দোহার কেন্দ্রস্থলের উত্তরে ওয়েস্ট বে লেগুন এলাকার কাছে ওয়াদি রাদোয়ান স্ট্রিটে একটি পেট্রোল স্টেশনের কাছে হামলায় ক্ষতিগ্রস্ত এক কমপ্লেক্স থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, একটি নিশানায় আঘাত হানতে ইসরায়েল ১৫ টি জঙ্গি বিমান ব্যবহার করেছে এবং ১০ টি গোলা ছুড়েছে। তবে হামলায় কোনও হামাস কর্মকর্তা কিংবা নেতা মারা গেছেন কিনা ইসরায়েল এখনও সেটি নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন এক সূত্র। হামাসের একজন কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, দোহায় হামাসের একটি প্রতিনিধিদল বৈঠক করছিল। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।
ওয়াশিংটনে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, হামলা চালানোর আগে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছিল ইসরায়েল। ২০২০ সালে আব্রাহাম চুক্তির মধ্য দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কাতারে এই হামলাকে ‘নির্লজ্জ ও কাপুরুষোচিত’ বলে নিন্দা জানিয়েছে। সৌদি আরবও এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলের ‘নৃশংস আগ্রাসন’ বলে নিন্দা করেছে। মিশর বলেছে, এই হামলা এক বিপজ্জনক নজির সৃষ্টি করেছে। ক্যাথলিক খিস্ট্রানদের ধর্মগুরু পোপ লিও মঙ্গেলবারে কাতারে ইসরায়েলের এই হামলার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, “গোটা পরিস্থিতিই খুবই গুরুতর।”
Leave a Reply